শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে অস্ত্র ও গুলি উদ্ধার: আটক- ৩
রামগড়ে অস্ত্র ও গুলি উদ্ধার: আটক- ৩

খাগড়াছড়ি প্রতিনিধি :: ১৯ সেপ্টেম্বর : খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত্রি উপজেলার পাতাছড়া এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধারের পর আনোয়ার হোসেন (৪৬), শামসুল হক (৩৭) ও আব্দুল খালেক (৪৩) নামে বাগানের তিন শ্রমিককে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গুইমারা সেনাবাহিনীর মেজর মাহফুজুর রহমান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ভোর রাত্রি বাগানে অভিযান চালিয়ে একটি ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশী তৈরি পিস্তল, ২টি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরে সন্দেহজনকভাবে বাগানের তিন শ্রমিককে আটক করা হয়।
আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সেনা সূত্র নিশ্চিত করেছে। ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
রামগড় থানার অফিসার ইনচাজ মাঈন উদ্দিন খান জানান, ঘটনাটি শুনেছি। তবে অস্ত্র-গুলি ও আটককৃতদের এখনো (দুপুর পর্যন্ত) থানায় হস্তান্তর করা হয়নি।
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার পাতাছড়া এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধারের পর আনোয়ার হোসেন (৪৬), শামসুল হক (৩৭) ও আব্দুল খালেক (৪৩) নামে বাগানের তিন শ্রমিককে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গুইমারা সেনাবাহিনীর মেজর মাহফুজুর রহমান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ভোর রাতে ঐ বাগানে অভিযান চালিয়ে একটি ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশী তৈরি পিস্তল, ২টি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরে সন্দেহজনকভাবে বাগানের ঐ তিন শ্রমিককে আটক করা হয়।
আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সেনা সূত্র নিশ্চিত করেছে। ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান জানান, ‘ঘটনাটি শুনেছি। তবে অস্ত্র-গুলি ও আটককৃতদের এখনো (দুপুর সাড়ে তিনটা) থানায় হস্তান্তর করা হয়নি।’
- See more at: http://tritiyadrishti.com/?p=4781#sthash.vTQVUNUQ.dpuf





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী