বুধবার ● ৩০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গ্রামীণফোনের টাওয়ারের শীর্ষ থেকে পাগল উদ্ধার
গাজীপুরে গ্রামীণফোনের টাওয়ারের শীর্ষ থেকে পাগল উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৪মি.)সীমানা প্রাচীর টপকে এক পাগল ৩০ নভেম্বর বুধবার দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনের পাশে থাকা ৬৮মিটার উচ্চতার গ্রামীণ ফোনের টাওয়ারের শীর্ষে গিয়ে এক যুবক (১৯) অবস্থান নেয়।
এসময় এক নিরাপত্তা কর্মী তাকে বারণ করা সত্ত্বেও সে টাওয়ারের কিছু তার কাটতে কাটতে দ্রুত টাওয়ারের শীর্ষে উঠে যায়।
বিষয়টি ওই নিরাপত্তাকর্মী গ্রামীণ ফোনের কর্মকর্তা ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। শেষে অনেক কৌশলে দুপুর সোয়া তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়। এতে এক শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান হয়।
ওই ট্রাওয়ারের দায়িত্বে থাকা ওরিয়ন নিরাপত্তা কোম্পানীর কর্মী পলাশ মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, টাওয়ারে আমি দায়িত্বপালন কালে বুধবার দুপুর ১২টার দিকে ওই যুবক সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়ে। পরে তার পিছু নিলে সে দ্রুত টাওয়ারের দিকে ছুটে গিয়ে উপরে উঠে যায়। এ সময় সে টাওয়ারের কিছু তার কেটে দেয়। তাকে নামাতে না পেরে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ ও স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেই।
জয়দেবপুর ফাসার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি গ্রামীন ফোনের নিরাপত্তা কর্মীরাও উদ্ধারে যোগ দিয়েছেন। পরে ওই যুবকের কাছে পৌঁছালে সে খাবার ও সিগারেট চায়। পরে খাবার ও সিগারেট খাওয়ানো হলেও নামানো যাচ্ছিল না তাকে। প্রায় সোয়া তিন ঘন্টা চেষ্টার পর বিকেল সোয়া তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। যুবকটি মানসিক বিকারগ্রস্থ বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
তার নাম তোখরেজুল ইসলাম। সে রাজশাহীর পুঠিয়া থানার জামিরা এলাকার ফজলুল হকের ছেলে।
এদিকে এখবর শুনে উৎসুক লোক জন স্টেশন এলাকায় ভীড় জমিয়েছিলেন
গ্রামীণ ফোনের টেকনেশিয়ান মোঃ বোরহান উদ্দিন জানান, টাওয়ারে কিছু তার কাটলেও এখন পর্যন্ত এরজন্য কোথাও কোন সমস্যার খবর পাওয়া যায়নি।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ