সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শাবিপ্রবি আবাসিক হল থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
শাবিপ্রবি আবাসিক হল থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
সিলেট প্রতিনিধি :: সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
১২ ডিসেম্বর সোমবার ভোর রাত সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত তিনটি আবাসিক ছাত্র হলে এ অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।
শাহপরাণ হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুল হোসাইন জানান, হলগুলোতে বিপুল পরিমাণ অস্ত্রসহ বহিরাগতরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশের সহযোগীতায় এ অভিযান চালানো হয়েছে।
এর মধ্যে শাহপরাণ হলের ৪২৬ নম্বর রুম থেকে সবচেয়ে বেশী পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়া গেছে। পরবর্তীতে রুমটি সিলগালা করা হয়েছে। তবে কোনও বহিরাগতকে আটক করা যায়নি।

শাহপরাণ হল থেকে ৪৩টি জিআইপাইপ ও ১৪টি দা উদ্ধার করা হয়েছে। বঙ্গবন্ধু হল থেকেও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ৪২৬ নম্বর কক্ষটি শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান নিয়ন্ত্রণ করেন। তবে ইমরান বলেন, রুমটি তার নিয়ন্ত্রিত নয়। ছাত্রলীগের একজন সহ-সভাপতি রুমটি নিয়ন্ত্রণ করেন।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহবানে ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালিয়েছে।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং