বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে হযরত শাহজালাল একাডেমীর উদ্বোধন
বিশ্বনাথে হযরত শাহজালাল একাডেমীর উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) সিলেটের বিশ্বনাথে উপজেলার উত্তর মিরেরচর গ্রামে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে গঠিত হযরত শাহজালাল (রহ.) একাডেমীর উদ্বোধন করা হয়েছে। ৪ জানুয়ারী বুধবার সকালে একাডেমীর উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীন মুরব্বি মির্জা রুস্তুম বেগের সভাপতিত্বে ও একাডেমীর শিক্ষক মাওলানা ছালিম আহমদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ’র সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, শিক্ষাবিদ মাস্টার ইমাদ উদ্দিন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা সামছুল ইসলাম চেরাগ আলী, ব্যবসায়ী আরশ আলী রেজা, সাবেক ইউপি সদস্য মছদ্দর আলী, সংগঠক খলিল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা তজম্মুল আলী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমীর প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দিন আহমেদ। বক্তব্য বক্তব্য রাখেন সংগঠক কয়েছ আহমদ। সভা শেষে একাডেমীর ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে জ্ঞান-বিজ্ঞানের উন্নতি, অগ্রগতি এবং প্রযুক্তির জয়জয়কারের মুহুর্তে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে। শিক্ষাকে আরো উন্নত ও কার্যকরী করে গড়ে তোলা এখন সময়ের দাবি। তাই ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষাকে সমন্বিত করার প্রয়াস বাস্তবায়নে হযরত শাহজালাল (রহ.) একাডেমীর যাত্রা শুরু হয়েছে। এজন্য এলাকার সর্বস্থরের মানুষের সহযোগীতা কামনা করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন হাজী ইউসুফ আলী, কবির উদ্দিন, কবির আহমদ, জিল্লুর রহমান, মশাহিদ আলী, নজরুল ইসলাম, কাওছার আহমদ বাপ্পি,নুরুল ইসলাম, বাদশা মিয়া, হাফিজ আব্দুল ওয়হিদ, শিক্ষক মর্তুজা মিয়া, মামুনুর রশিদ, ফখরুল ইসলাম, মাওলানা মস্তফা হোসাইন, মাওলানা রাসেল আহমদ’সহ এলাকার বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী।





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ