বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চলতি মৌসুমে ঈশ্বরদীতে শিম উত্পাদনে ধ্বস
চলতি মৌসুমে ঈশ্বরদীতে শিম উত্পাদনে ধ্বস

তামিমুল ইসলাম তামিম, ঈশ্বরদী :: চলতি মৌসুমে ঈশ্বরদীতে শিমসহ বিভিন্ন প্রকার সবজি উত্পাদনে ধ্বস নেমেছে ৷ বিরুপ আবহাওয়া ও অতি বৃষ্টির কারণে আগাম জাত চাষ করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে ৷ গত মৌসুমে শিমের আবাদ হয়েছিল প্রায় সোয়া দু’শ কোটি টাকার৷ গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ঈশ্বরদীতে শুধু শিমেই প্রায় দেড়শ কোটি টাকার উত্পাদন কম হওয়ার আশংকা করছে ঈশ্বরদী কৃষি সম্প্রসারন অধিদপ্তর ৷
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত মৌসুমে ঈশ্বরদীতে শিমসহ সবজির আবাদের লক্ষমাত্র ছিল ৫ হাজার ৭’শ ৫০ হেক্টর জমিতে৷ আবাদ করা হয়েছিল ৫ হাজার ১’শ ৪২ হেক্টর জমিতে ৷ চলতি মৌসুমে শিমসহ বিভিন্ন প্রকার সবজি আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৩’শ ২৫ হেক্টর জমিতে ৷ এ সংবাদ লেখা পর্যনত্ম ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রবি ফসল উত্পাদন কর্ম পরিকল্পনায় আবাদ হয়েছে ৪ হাজার ৩’শ ৪০ হেক্টর জমিতে৷ আবাদ অনুযায়ি শুধু হেক্টর প্রতি শিমের সম্ভাব্য উত্পাদন ধরা হয়েছে ১২ মে.টন হিসেবে মোট আবাদ হবে প্রায় ১৪ হাজার ৮’শ ৮০ মে.টন৷ যার বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা৷ গত মৌসুমে রুপবান, অটো ও চকলেট জাতের আগাম চাষ করা সম্ভব এবং ফলনও বাম্পার হওযায় কৃষকরা লাভবান হয়েছিলেন৷ কিন্তু প্রকৃতির বিরুপ প্রতিক্রিযায় অতিবৃষ্টি এবং রুপবান, অটো ও চকলেট আগাম জাতের চাষ করতে না পারায় চলতি মৌসুমে শিমসহ সবজি উত্পাদনে ধ্বস নেমেছে৷
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা ড. মু. হাসানুল কবির কামালী জানান, চলতি মৌসুমে শিমসহ বিভিন্ন প্রকার সবজি চাষে ধ্বস নামার মূল কারণই হলো বিরুপ আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে আগাম জাতের শিম আবাদ করতে না পারা ৷ আপলোড : ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সকাল : ১১.১০ মিঃ





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত