রবিবার ● ২৮ মে ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » বাসররাতের আলোচিত বর রেলওয়ে স্টেশন থেকে ৭দিন পর উদ্ধার
বাসররাতের আলোচিত বর রেলওয়ে স্টেশন থেকে ৭দিন পর উদ্ধার
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৭মি.) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিয়ের দিনে বাসররাতে রহস্যময় ভাবে নিখোঁজ হওয়া আলোচিত বর আসাব উদ্দীন নিখোজের ৭ দিন পর অবশেষে উদ্ধার।
নিখোঁজের ৭দিন পর ২৭ মে শনিবার সিলেট’র রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর নিখোঁজ নাকি স্বেচ্ছায় পলায়ন তার আসল রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।
উদ্ধার হওয়া আসাব উদ্দিন (৩২) উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল লক্ষ্মীনগর গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, ওমান ফেরত আসাব উদ্দিন ২১ মে রবিবার বিয়ে করেন একই গ্রামের এক তরুণীকে। বিয়ের রাত ১০টার দিকে তিনি বাড়ির পাশের একটি দোকানে যান এবং সেখান থেকে নিখোঁজ হন।
এ ঘটনায় পরদিন (২২ মে) সোমবার আসাব উদ্দিনের মা আনোয়ারা বেগম বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।
জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার ছেলে আসাব উদ্দিনকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, ২৭ মে শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে আসাব উদ্দিনকে উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে তাকে গোয়াইনঘাট থানায় রাখা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আসাব উদ্দিনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিখোঁজ রহস্য উদঘাটন জানা যাবে।





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
রাঙামাটিতে বিদর্শন ভাবনা কোর্সের শেষে সম্মিলিত পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট্য কাপ্তাই উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে দীর্ঘ ২৩ বছর আইনী লড়াইয়ের পর জমির স্বত্বধিকার ফিরে পেলেন সুপ্রিয় বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি পৌর কমিটি গঠন
রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০