শনিবার ● ২৪ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
গাজীপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৫মি.) গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
২৪ জুন শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজনের নাম আবু বকর (৩০)। বাকি দুইজন অজ্ঞাত। তাদের বয়স (৪০) ও (৩০) বছর। অপরজন অজ্ঞাত নারী (২৫)। তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।
আহতদের মধ্যে রাসেল (২৩), শহিদুল (৪৫), শুভ (১৫), ইভা (২৫) ও অভিকে (১২) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশের এসআই মো. কাউছার ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মৌচাক এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহি লেগুনার সঙ্গে গাজীপুরগামী গরু বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ লেগুনা যাত্রী আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে আহতদের এ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক এক নারী ও অজ্ঞাত দুই পুরুষকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় আবু রকর ও ফরিদাকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপালে রেফার্ড করা হয়েছে। বাকিদের এ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আবু বকরকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ