সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে ত্রিপুরা নারী হত্যা জটিলতা নিরসনে মতবিনিময় সভা
পানছড়িতে ত্রিপুরা নারী হত্যা জটিলতা নিরসনে মতবিনিময় সভা
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) খাগড়াছড়ি জেলা‘র পানছড়ি উপজেলা‘র পায়ংপাড়া‘র বাতালী ত্রিপুরা (৫৫) হত্যা কান্ডের পর সৃষ্ট আতংক থেকে পায়ংপাড়া ও মরাটিলা এলাকাসহ এর আশপাশ এলাকা থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীরা না আসা এবং আতংক প্রশমন কল্পে অভিবাবক ও জনপ্রতিনিধি এবং প্রশাসনের সাথে মতবিনিময় সভা আজ ১৮ সেপ্টেম্বর সোমবার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে।
বিকাল ৩টায় প্রতিষ্টানটির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
বিষেশ অথিতি হিসাবে বক্তব্য রাখেন, পানছড়ি থানার নবাগত অফিসার্স ইনচার্স (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র পিএস খগেন ত্রিপুরা প্রমূখ।
এ সময় আরো বক্তব্য রাখেন, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, পানছড়ি উপজেলা যুবলীগের সভাপতি মো. আল আমিন ও সাবেক সদস্য শান্তি রঞ্জন ত্রিপুরা প্রমূখ।
উল্লেখ্য, গত ১২সেপ্টেম্বর মঙ্গলবার দিনের যে কোন এক সময় বাতালী ত্রিপুরা খুন হয় এবং রাতে পুলিশ তার মরা দেহ বাঙ্গালী বসতি থেকে প্রায় ৪কিলোমিটার এবং ত্রিপুরার কাছের জঙ্গল থেকে উদ্ধার করে। পানছড়ি থানার নবাগত থানা অফিসার্স ইনচার্স মো. মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ হত্যা কান্ডের রহস্য উৎঘাটন এবং খুনি/খুনিদের সনাক্ত করতে নিরলস তদন্ত শেষে শুক্রবার দিবাগত রাতে ১জনকে ও শনিবার দিবাগত রাতে হত্যা কান্ডে জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছে।
তার মধ্যে আটক ৩জন ত্রিপুরা হত্যান্ডে জড়িত থাকার কথা স্বীরোক্তি মূলক জবান বন্দী দিয়েছে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪