শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীর বিরুদ্ধে ‘নির্যাতিত’ স্বামীর সংবাদ সম্মেলন
স্ত্রীর বিরুদ্ধে ‘নির্যাতিত’ স্বামীর সংবাদ সম্মেলন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১২.১৮মি.) গাজীপুরে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শহরের বিলাশপুরের স্বামী মো. জলিল আহমেদ জুয়েল (৩৩)।
২ নভেম্বর বৃহস্পতিবার বিকালে জয়দেবপুর বাজারস্থ গাজীপুর জেলা সাংবাদিক সংস্থার কনফারেন্স রুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার স্ত্রী শহরের চাপুলিয়া গ্রামের নূর মোহাম্মদের মেয়ে নূর জাহান আক্তার সুমার (২৭) বিরুদ্ধে নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি তাদের পারিবারিকভাবে ২ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ হয়। শহরের চাপুলিয়ায় স্ত্রী সুমার নামে দুতলা বাড়ি করে দেই। বর্তমানে সেই বাড়ির বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। কিন্তু বিয়ের ছয় বছর তিন মাস পর থেকেই আমার স্ত্রী নুর জাহান আক্তার সুমা অন্যের সাথে পরকীয়াসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। এতে তাকে বাধা প্রদান করলে নানারকম নির্যাতনের শিকার হন তিনি।
সুমা আমার বিরুদ্ধে জয়দেবপুর থানায় নারী, শিশু নিযার্তন দমন আইনে মামলা (নং- ৪৬, তাং- ১০/০৮/১৬) ও ৫ লক্ষ টাকার চেক ডিজঅনারের মামলা দায়ের করে এবং সিটি কর্পোরেশনেও আরেকটি অভিযোগ দায়ের করে। এই বিষয়ে ২০১৬ সালের ১৭ অক্টোবর স্থানীয় কাউন্সিলর অফিসে শালিশ বসে। বর্তমানে তিনি মিথ্যা মামলা থেকে পরিত্রানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪