সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মোস্তাফিজুর রহমান
কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মোস্তাফিজুর রহমান
ময়মনসিংহ অফিস :: (২৯ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য (ভিসি) পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়।
আজ সোমবার ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব হাসিবুর রহমান এ বিষয়ক আদেশে সই করেন।
আদেশে বলা হয়, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপ-উপাচার্য পদে তার বর্তমান পদের সমান বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। বিশ্বাবিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
প্রসঙ্গত, তার আগে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন অধ্যাপক ড. মোহিত উল আলম। ২০১৩ সালের ১৩ আগস্ট দায়িত্ব নেওয়ার পর এ বছরের ১২ আগস্ট তার উপাচার্যের মেয়াদ শেষ হয়। এর পর থেকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমান।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা