মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় » স্বাধীন বাংলাদেশে রাজাকার জঙ্গীবাদের স্থান হতে পারে না : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
স্বাধীন বাংলাদেশে রাজাকার জঙ্গীবাদের স্থান হতে পারে না : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫২মি.) জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন, স্বাধীন বাংলাদেশে রাজাকার জঙ্গীবাদের স্থান হতে পারে না। সন্ত্রাস, জঙ্গিবাজ, যুদ্ধাপরাধীদের সাথে কোন আপোষ নেই। মুক্তিযোদ্ধের চেতনায় জঙ্গি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, লুটপাট,ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নও গনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্ব সরকারকে ক্ষমতায় রাখতে হবে। যে কোন মূল্যেই বিএনপি জামাত জোটকে ক্ষমতার বাইরে রাখতে হবে। তারা ক্ষমতায় এসেই আবার সন্ত্রাস ,মৌলবাদ, যোদ্ধাপরাধীদের পূর্নবাসন শুরু করবে। এদের নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রেও বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। খালেদা জিয়া এখনও জঙ্গিবাদী, যুদ্ধাপরাধীদের সাথে হাত মিলিয়ে চলে। তিনি জাতীর পিতা মানে না, তিনি স্বাধীনতার ঘোষণা মানে না,সংবিধান মানে না। যারা সংবিধান মানে না এদেশে তাদের রাজনীতি চলতে পারে না। যারা মানুষ পোড়ায় এদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।
আজ ৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাসদ আয়োজিত চ-ীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা জাসদের সভাপতি আব্দুল হাই এর সভাপতিতেত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান বক্তাহিসাবে বক্তব্য রাখেন নান্দাইল আসনের ১৪ দলের মনোনয়ন প্রত্যাশি ময়মনসিংহ জেলা জাসদ সভাপতি এ্যাড. গিয়াস উদ্দিন।সভায় আরও বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারন সম্পাদক শওকত জাহান, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু , নইমুল আহসান জুয়েল,জেলা জাসদ সাধারন সম্পাদক এ্যাড. সাদিক, সাংগঠনিক সম্পাদক রতন সরকার, এ্যাড. শিব্বির আহমেদ লিটন ও পারভেজ শাহনেওয়াজ লিটন প্রমূখ। সভাপরিচালনা করেন নান্দাইল উপজেলা জাসদ সাধারন সম্পাদক মো. আমরু মিয়া।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা