বুধবার ● ৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » আলীকদমে ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পের সমাপনি সভা
আলীকদমে ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পের সমাপনি সভা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠান সম্পর্ন হয়েছে ৷ এ উপলক্ষে বুধবার সকাল ১০ ঘটিকায় আলীকদম উপজেলার বুলবুল কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োগন করা হয় ৷ এসময় কয়েক জন উপকারভোগী হতাশা ব্যক্ত করেন ৷
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চৈৰ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা, ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক, উপজেলা ব্যবস্থাপক ও আলীকদম প্রেস ক্লাবের সভাপতি প্রমূখ ৷ এছাড়াও কারিতাস ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পের উপকার ভোগীরা এসয় উপস্থিত ছিলেন ৷
দীর্ঘ চার বছর অতি দরিদ্র পরিবারের দারিদ্র বিমোচনে জন্য বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসা বেসরকারী প্রতিষ্ঠান কারিতাসের ইএসএলইপি-সিএইচটি/সিড়ি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হতাশায় ব্যক্ত করেছেন প্রকল্পের উপকারভোগীরা ৷
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় বক্তারা বলেন, কারিতাসের ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পটি দীর্ঘ চার বছর যাবত বান্দরবান জেলার লামা, আলীকদম, নাইৰ্যংছড়ি ও থানচি উপজেলায় অতি দরিদ্র পরিবারের সদস্যদেরকে শাকসবজি চাষ, অর্থকরী ফসল চাষ, ধান চাষ, চারা রোপন ও ব্যবস্থাপনা, গবাদি পশু পালন, ক্ষুদ্র ব্যবসা, সঞ্চয় ও বাজার জাত করণের উপর প্রশিক্ষন প্রদানসহ কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা প্রদান করে আসছে ৷ দীর্ঘ চার বছরের কার্যক্রমে উপজেলার দরিদ্রসীমার নিচে বাস করা অতি দরিদ্র পরিবার গুলোর মধ্যে প্রয় শতকরা ৯৪ ভাগ সফলতার দাবি করছেন ৷ কারিতাসের কর্মকর্তারা ৷
আপলোড : ৯ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৪০মিঃ





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান