রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত-২০
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত-২০
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩১মি.) গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে দুই শ্রমিক গুলিবিদ্ধ ও এক পুলিশ অফিসারসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ ১১ মার্চ রবিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাকের এটিএস এ্যাপারেলস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই শ্রমিককে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- ওই কারখানার সুইং অপারেটর সুমি খাতুন (২৫) ও আক্তার বেগম (৩০)।
শ্রমিকরা জানান, কারখানার স্টাফদের তিন মাসের এবং শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে গত দুদিন ধরে বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছিল। এর জেরে রবিবার সকাল থেকে ওই কারখানার শ্রমিক ও স্টাফরা কারখানার অভ্যন্তরে কর্মবিরতি ও বিক্ষোভ করছিল।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারশেল ও শটগানের ফাঁকা গুলি করে শ্রমিকদের ছত্রবঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ ঘটনায় দুই শ্রমিক গুলিবিদ্ধ, দুই পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, দুজনকে পায়ে রাবার বুলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিল্প পুলিশ গাজীপুর-২ এর সহকারী পুলিশ সুপার নুর আলম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, শ্রমিকদের শান্ত করতে গেলে তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক এসআইসহ দুই পুলিশ আহত হয়েছে। পরে কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ