বুধবার ● ১৬ মে ২০১৮
প্রথম পাতা » ঢাকা » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
ঢাকা প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিন আক্তার পুষ্প (২১) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।
আজ ১৬ মে বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিরিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। বর্তমানে স্বামী সুজন মিয়ার সঙ্গে কুড়িল বিশ্বরোড ১২৬ নম্বর টিনসেড বাসায় ভাড়া থাকতো।
নিহতের স্বামী গাড়িচালক সুজন মিয়া জানান, সকালে গোছল করার পর বাড়ির সামনে টাঙানো জিআই তারের মধ্যে জামা কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় পুষ্পা। সঙ্গে সঙ্গে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
স্বামী সুজন জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার স্ত্রী পুষ্পা।
ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) অালী হাসান জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থেকে পুষ্পার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।





ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন
গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
গণ শুনানি ছাড়া কোন মেগা প্রকল্প গ্রহণ করা যাবেনা
বারিধারা ডিওএইচএ দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক