শুক্রবার ● ৮ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নির্বাচনে পাশের প্রলোভনে টাকা দাবি : আটক-১
গাজীপুরে নির্বাচনে পাশের প্রলোভনে টাকা দাবি : আটক-১
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৩৭মি.) আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীকে পাশ (নির্বাচিত) করানোর প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা দাবির ঘটনায় আতিকুল ইসলাম হৃদয় (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে মুন্সিগঞ্জের লৌহজং থানার রানাদিয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটার আমিনবাড়ি এলাকায় বসবাস করে।
গতকাল ৭ জুন বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
আজ ৮ জুন শুক্রবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার রানাদিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে আতিকুল ইসলাম হৃদয় (৩০) গত ৫ জুন তার বাড়িতে যান। এ সময় আতিকুল ইসলাম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্টেন্ট প্রফেসর ডঃ লিক্সন চৌধুরী বলে পরিচয় দেন। পরে আলাপচারিতায় নজরুল ইসলামকে সিটি নির্বাচনে পাশ করিয়ে দেবেন বলে সাড়ে ৫ লাখ টাকা দাবি করেন।
পুলিশ সুপার আরও জানান, আতিকুল ইসলাম হৃদয় ওই টাকা ১১, ২২ ও নির্বাচনের আগের দিন ২৫ জুন তিন কিস্তিতে দেয়ার জন্য নজরুলকে বলেন। এ ঘটনা জানতে পেরে গাজীপুরের ডিবি পুলিশ বিষয়টি তদন্ত করে। পরে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া অ্যাসিস্টেন্ট প্রফেসরের কার্ডসহ নগরীর ইটাহাটার একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪