বুধবার ● ২০ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে হোটেল মোটেলে রমরমা দেহ ব্যবসা : খদ্দের ও যৌনকর্মী আটক
বান্দরবানে হোটেল মোটেলে রমরমা দেহ ব্যবসা : খদ্দের ও যৌনকর্মী আটক
বান্দরবান প্রতিনিধি :: (৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.০২মি.) বান্দরবানে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ যৌনকর্মীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরে মোবাইল র্কোট পরিচালনা করা হলে বান্দরবান বাজারের ১ নাম্বার গলি কামাল বোডিং থেকে ৫ জন যৌনকর্মীকে আাটক করা হয়।
আটককৃতরা হল : যৌনকর্মী ঢাকার শাহনাজ পারবিন (৩০) তাসলিমা (৩০) ও খাগড়াছড়ির জেলার লীমা (১৫) খদ্দের চকরিয়া থানার মো. বেলাল (৩০), ঢেমরা থানার মো. পারভেজ ভূইয়া (৩১) ও ঢাকার মো. সেলিম হোসেন (২৫) ।
মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম ও সহকারী কমিশনার অরুনকৃষ্ণ পালের নেতৃত্বে বিশেষ মোবাইল র্কোট পরিচালনা কালে এই সব খদ্দের ও যৌনকর্মিদের আটক করা হয় ।
বান্দরবান বাজারের ১ নং গলির বি-আদর্শ রেষ্টুরেন্টের ম্যানেজার অরুন ও স্থানিয় কয়েকজন অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে এই সব বোডিং-হোটেল গুলিতে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে কিছু অসাধু হোটেল ব্যবসায়ী, তাদের জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার যুব সমাজ। স্থানীয় এলাকাবাসী ও ব্যাবসায়ীরা আরো অভিযোগ করে বলেন দেহ ব্যাবসার অগোচরে প্রতিদিন এই হোটেল গুলিতে ইয়াবা, ফেন্সিডিল,গাজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের রমরমা ব্যাবসা চলে আসছে।
![]()
বান্দরবান বাজারের স্থনীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার বিকালে হোটেল থেকে এইসব যৌনকর্মীদের আটক করা হয়। মোবাইল র্কোটের মাধ্যমে দন্ডবিধি ২৯১ ধারায় গণ উপদ্রব বন্ধ করার নির্দেশ ও আইন লঙ্গন করায় আইনের বিধি মোতাবেক তাদের প্রত্যেক”কে ১ হাজার করে জরিমানাও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা প্রদান করা করেন এবং হোটেলে অবৈধ ব্যাবসার দায়ে কামাল বোডিং এ অনিদিষ্ট কালের জন্য সীলগালা করে দেওয়া হয় ।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪