রবিবার ● ২৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » সড়ক দূর্ঘটনারোধে পলাশবাড়ীতে বিশেষ অভিযানে তিনদিনে দেড়’শ মামলা
সড়ক দূর্ঘটনারোধে পলাশবাড়ীতে বিশেষ অভিযানে তিনদিনে দেড়’শ মামলা
গাইবান্ধা প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪১মি.) গাইবান্ধার পলাশবাড়ীর চিহ্নিত দূর্ঘটনা প্রবণ এলাকা মহেশপুর-বাঁশকাটা মহাসড়ক এলাকায় সড়ক দূর্ঘটনারোধে র্যাব-১৩ এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের সমন্বয়ে নির্দিষ্ট পয়েন্টে বিভিন্ন যানবাহন চলাচলে সচেতনতামূলক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে নির্দিষ্ট চেকপোস্ট পয়েন্টে গত তিনদিনে চলাচলরত বাস-ট্রাক, কোচ, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স, সিএনজি ও মোটরসাইকেল চালকদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শসহ যানবাহনসমূহের ফিটনেস, রোড পারমিট, সীটবেল না পড়া ও ড্রাইভিং লাইসেন্সসহ নানা ত্রুটিবিচ্যুতি যুক্ত থাকায় ওইসব যানবাহনের বিপরীতে প্রায় দেড়’শ মামলা রুজুু করা হয়।
গত ২৩ থেকে ২৫ আগস্ট তিনদিন বিরতিহীন অভিযান চালিয়ে বিভিন্ন ত্রুটির কারণে যথাক্রমে ৩৫, ৩২ ও ৭৬সহ বিভিন্ন ধারায় ১শ’ ৪৩টি মামলা দায়ের করা হয়। উপজেলা সদরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় পয়েন্টে গাইবান্ধা র্যাব-১৩ এর এএসপি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে গত তিনদিন ধরে সড়ক দূর্ঘটনারোধকল্পে এই অভিযান পরিচালিত হচ্ছে।
র্যাবের এএসপি হাবিব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ অভিযান পরিচালনাকালীন মহাসড়কের ওই পয়েন্টে কোন ধরনের দূর্ঘটনা ঘটেনি। এমন সতর্কতামূলক অভিযান অব্যাহত থাকবে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ