বুধবার ● ২৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে যাত্রীবাহী বাস কাত হয়ে আহত-২৫
গাজীপুরে যাত্রীবাহী বাস কাত হয়ে আহত-২৫
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৯মি.) গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে কাত হয়ে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে।
আজ ২৯ আগস্ট বুধবার সকালে শ্রীপুরে জৈনাবাজার এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-জামালপুরের বকশীগঞ্জ থানার চন্দ্রাবাগ এলাকার আফসার আলীর ছেলে আবু সাঈদ (৩৭) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার মুশফিএলাকার ইউসুফ আলীর ছেলে মো. আলম (৩৫)। এরাসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের এসআই মোহাম্মদ আলী জানান। বাকিদের স্থানীয় আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে শেরপুরগামী একটি এসি ডিলাক্স বাস নিয়ন্ত্রণ হারিয়ে জৈনাবাজার এলাকায় মহাসড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হয়। এ সময় স্থানীয়রা এবং খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসাইন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দুর্ঘটনায় ২০/২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। বাসটির ব্রেক ফেল হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ