বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » স্ত্রী-ছাত্র খুনের ঘটনায় মাদরাসার শিক্ষক রিমান্ডে
স্ত্রী-ছাত্র খুনের ঘটনায় মাদরাসার শিক্ষক রিমান্ডে
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১১মি.) গাজীপুরে মাদরাসায় জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত মাদরাসার পরিচালক, শিক্ষক ইব্রাহিম খলিলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন আজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাদরাসার শিক্ষক ইব্রাহিম খলিলকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস রহমানের আদালতে হাজির করা হয়। আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাসন থানা পুলিশের ওসি মুক্তার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গ্রেফতারকৃত প্রধান আসামি ইব্রাহিম খলিলকে রিমান্ডে নিয়ে এ হত্যাকান্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। জোড়াখুনের প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
এদিকে, গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় হুফফাজুল কোরআন মাদরাসায় নিজের স্ত্রী মাহমুদা আক্তার ও ছাত্র মামুনকে খুনের ঘটনায় বুধবার বাসন থানায় মামলা করেন নিহত মাহমুদার বাবা মোঃ হানিফ গাজী। মামলায় ইব্রাহিম খলিলকে প্রধান আসামি ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা পূর্ব পাড়া এলাকায় হুফফাজুল কোরআন মাদরাসার ভেতরে মাদরাসার পরিচালক, শিক্ষক ইব্রাহিম খলিলের স্ত্রী মাহমুদা আক্তার স্মৃতি (২৫) ও ছাত্র মামুনকে (৮) কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে মাদরাসার শিক্ষক ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বুধবার মামলা হলে ইব্রাহিম খলিলকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন