বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত-২
গোবিন্দগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত-২
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাটাবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাগদা বাজার সংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও অটোভ্যান সংঘর্ষে ২জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বগুড়া জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলো- উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের জয়নাল মিয়ার ছেলে আজাহার মিয়া(৪০) ও একই ইউনিয়নের দুধিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ইমরান আলী (১৮)। ঘটনাস্থল থেকে ঘাতক বাসসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
স্থানীয়ারা জানায়, মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে গোবিন্দগঞ্জের বাগদা বাজারে ইজিবাইকের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই গোবিন্দগঞ্জের আজাহার ও ইমরান আলী নামে ২জনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আফজাল হোসেন জানান, চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। ইজিবাইকটি সড়ক থেকে গ্রামের রাস্তায় নামার আগ মুর্হুতেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আটক চালক-হেলপারসহ বাসটি থানায় আনা হয়েছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ