শনিবার ● ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » গুনীজন » আত্রাইয়ে সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা
আত্রাইয়ে সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে “নির্মল সাহিত্য চর্চা করি, সুন্দর সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় নওগাঁ লিখিয়ে সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পদকপ্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক ডা: জাকির তালুকদার। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছানাউল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ফিরোজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, আত্রাই থানার অফিসার ইনর্চাজ মোবারক হোসেন, আহসানউল্লাহ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামানিক, শিক্ষক ডা. আব্দুল হালিম, বিশিষ্ট কবি প্রফেসর ড. শিরীন আখতার, বিশিষ্ট কথাসাহিত্যিক ও ছড়াকার মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। গুনীজন সম্মাননা অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদান রাখায় এ.কে.এম শহীদুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, শেখ বিপ্লব হোসেন, মারিয়া আজাদ ও পারভেজ শিহাবকে নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও উত্তরী প্রদান করা হয়।
আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে শ্রীমতি বুলবুলি রাণী (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড ও নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বুলবুলি রাণী উপজেলার ভোঁপাড়া গ্রামের তিলাবাদুরি গ্রামের শ্রী সনীল চন্দ্র প্রামানিকের স্ত্রী।
জানা গেছে, শুক্রবার বিকালে পার্শ্ববর্তী রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পথমধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তিনি পরিবারের লোকজনের অজান্তে কীটনাশক গ্যাস ট্যাবলেট খায়। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে সঙ্গে সঙ্গে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি জন্য নিয়ে যাওয়ার সময় পথমধ্যে তার মুত্যু হয়।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুলবুলি রাণী কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ঋণের বিষয়টি আমার জানা নেই। তার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরো বলেন তার মৃত্যুর বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু