সোমবার ● ২২ জুলাই ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে আদম ব্যাপারীর হামলায় জখম, সদর হাসপাতালে ভর্তি
ঝিনাইদহে আদম ব্যাপারীর হামলায় জখম, সদর হাসপাতালে ভর্তি
ঝিনাইদহ প্রতিনিধি ::ঝিনাইদহে আদম ব্যাপারীর হামলার শিকার হয়েছে ওমর আলী নামে এক ব্যাক্তি। সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ওমর আলী (৫৫) কে শুক্রবার সন্ধ্যায় জনৈক মুক্তারের দোকানের বসে থাকা অবস্থায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। ওমর আলী বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের ভর্তি আছে। আহত ওমর আলী জানায়, গত ২বছর আগে তার ছেলে সোহেলকে মালায়েশিয়া পাঠানোর কথা বলে একই গ্রমের জনৈক রেজাউল মাস্টার ৩ লক্ষ ৫৫ হাজার টাকা নেয়। তারপর একের পর এক দিন দিয়ে ঘুরিয়ে আরো টাকা ব্যায় করে। তারপরেও মালায়েশিয়া পাঠাতে পারে না। পরে গ্রামের মাতব্বরের শালিসের মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়ার কথা স্বীকার করে। সেই টাকা শুক্রবারে বিকালে দেওয়ার কথা ছিল। কিন্তু রেজাউল মাস্টার না এসে তার ছেলে সুমন কে পাঠিয়ে হুমকি দিয়ে বলে দেড় লক্ষ টাকা দেওয়া হচ্ছে তা কেন নিচ্ছ না? তখন ওমর আলী বলে আমি কি টাকা ভিক্ষা চাচ্ছি ? টাকা হল সাড়ে ৩ লক্ষ। এই কথা বলার পর সুমন ফিরে যায়। এর ঘণ্টা খানেক পরে সুমনের চাচাত ভাই কুবাদ আলীর ছেলে কামরুল আর সুমন ধারাল রামদা দিয়ে মোক্তারের দোকানে বসে থাকা অবস্থায় কুপান শুরু করে। পরে স্থানীয় লোক জন ওমর আলীকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা হবে।
শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্ট হিসেবে স্বীকৃতি পেলেন মোস্তাফিজুর রহমান
ঝিনাইদহ :: ঝিনাইদহে ট্রাফিক বিভাগে ভাল কাজের গুরুত্বপূর্ণ অবদানের জন্যে ১১বারের মতো আবারো শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্ট হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন ঝিনাইদহ পুলিশ সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান। ঝিনাইদহ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভা আয়োজিত অনুষ্ঠানে, পুলিশের বিভিন্ন কাজে সাহসিকতাপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট নির্বাচিত মোঃ মোস্তাফিজুর রহমানকে স্মারক, নগদ অর্থ ও ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতি), অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার (ইনসার্ভিস ট্রেনিং), অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল্-মেহেদী, সহকারি পুলিশ সুপার (শৈলকূপা সার্কেল) আরিফুল ইসলাম, সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাসড়কে অবৈধ যানবহন, থ্রি হুইলার, পিকআপ, ট্রাক, আলমসাধু, নসিমন, করিমনসহ অবৈধ বিভিন্ন গাড়ি আটক এবং হেলমেটবিহীন মটর সাইকেল চলাসহ বিভিন্ন যানবাহনে মামলা, ও নানাবিধ ভাল কাজে সফলতা অর্জন করায় ১১ বারের মতো সেরা সার্জেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, আমি চেষ্টা করেছি ভালো ভাবে কাজ করার জন্য। এই সম্মাননা আমার কাজের গতি আরো বাড়িয়ে দেবে। তিনি আরো বলেন, এ পুরস্কার দিয়ে মোট ১১ বার ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট পুরস্কার পেয়েছেন। তিনি ২০১৮ সালের ১২ মার্চ ঝিনাইদহের ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে যোগদান করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ