মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ভূয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার
গাইবান্ধায় ভূয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় অবস্থিত বেগম রোকেয়া ডায়াগনষ্টিক সেন্টারে মোবাইল টিম গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে দীর্ঘদিন থেকে কর্মরত ভূয়া এমবিবিএস (পিজিটি ঢাকা) এবং বিভিন্ন রোগের বিশেষজ্ঞ একজন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে। মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যক্তিকে ৪ মাসের কারাদন্ড এবং বেগম রোকেয়া ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সতীশ চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালায় এবং মোবাইল কোট পরিচালনা করেন।
জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্য অনুযায়ি আব্দুল রাজ্জাক সরকার আপেল, পিতা মো. ইদ্রিস আলী সরকার নিজেকে এমবিবিএস (পিজিটি ঢাকা) এবং বিভিন্ন রোগের বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে পলাশবাড়িস্থ বেগম রোকেয়া ডায়াগনষ্টিক সেন্টারের চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
এর পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সতীশ চন্দ্রের নেতৃত্বে পুলিশ বেগম রোকেয়া ডায়াগনষ্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা করে ভূয়া চিকিৎসক আব্দুর রাজ্জাকের ডিগ্রীর কাগজপত্র সঠিক না থাকায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বেগম রোকেয়া ডায়াগনষ্টিক সেন্টারের কোন লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেগম রোকেয়া ডায়াগনষ্টিক সেন্টারের সবধরণের চিকিৎসা সংক্রান্ত মালামাল জব্দ করে।
উল্লেখ্য, ভূয়া ডাক্তার আব্দুল রাজ্জাক সরকার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। গোবিন্দগঞ্জ উপজেলা সদরেও তার একটি চেম্বার রয়েছে বলে জানা গেছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ