রবিবার ● ১৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বটবৃক্ষের ঢালকাটায় পূজারিদের ক্ষোভ
গাজীপুরে বটবৃক্ষের ঢালকাটায় পূজারিদের ক্ষোভ

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সদর ঊপজেলার বাড়িয়া ইঊনিয়নের সাড়াইয়া গ্রামের বনদূর্গাপূজা আশ্রম বটবৃক্ষের ঢাল কাটায় হিন্দুসমপ্রদায়ের লোকজন ক্ষোভ জানিয়েছেন৷ হিন্দু সমপ্রদায়ের লোকজন দীর্ঘদিন আগে থেকে যে দেবোত্তর সম্পত্তির একটি বট বৃক্ষের নীচে পূজা দিয়ে আসছিল সেটির ঢাল ১৫ জানুয়ারি শুক্রবার কাটার পর পূজারিরা জমায়েত হয়ে ক্ষোভ প্রকাশ করে৷
১৬ জানুযারি শনিবার সরেজমিনে গিয়ে জানা যায়, জনৈক আশরাফ হোসেন দেবোত্তর সম্পত্তির উপর গড়ে ওঠা সাড়াইয়া বনদূর্গাপূজা আশ্রমের চার পাশের অনেক জমি ক্রয় করে৷ এ জমিতে সীমানা প্রাচীর দিতে গিয়ে বনদূর্গাপূজা আশ্রম বটবৃক্ষের ঢাল কাটায় হিন্দুসমপ্রদায়ের লোকজন ক্ষোভ জানায়৷ এ ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও জয়দেবপুর থানার ঊপ পরিদর্শক রুহুল আমীন ঘটনাস্থলে যায়৷
স্থানীয় বাসিন্দা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক)-এর প্রভাষক ডা: প্রণয় দাস প্রতিমা ভাংচুরের অভিযোগ করে বলেন দেবোত্তর সম্পত্তির উপর গড়ে ওঠা সাড়াইয়া বনদূর্গাপূজা আশ্রমের বটবৃক্ষের ঢাল কাটে তবে বটবৃক্ষের নীচে তিন/চারটি প্রতিমা অরক্ষিত অবস্থায় রয়েছে৷
পুলিশের এস আই রুহুল আমীন সাংবাদিকদের জানান, এখানে তিন/চারটি পুরানো প্রতিমা রয়েছে৷ প্রতিমা ভাঙ্গার বিষয়টি ঠিক নয়৷
স্থানীয় ইঊপি মেম্বার মোতালেব হোসেন জানান, জমিতে বাঊন্ডারী ও গাছের ঢাল কাটার আগে স্থানিয় লোকজনের সাথে পরামর্শ করা ঊচিত ছিল৷ জমির কেয়ারটেকার মুরাদ হোসেনের মুঠোফোনে কথা বলতে চাইলে পরে কথা বলবে বলে ফোন কেটে দেয়৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ