বুধবার ● ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বই উৎসব পালিত
গাইবান্ধায় বই উৎসব পালিত
গাইবান্ধা :: গাইবান্ধায় বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ২০২০ সালের বই উৎসব আজ বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গাইবান্ধা সরকারি মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিক মাধ্যমিক ও পর্য্যায়ে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এ বছর ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২১ লাখ ২৭ হাজার ২শ’ ২২ টি বই বিতরণ করা হবে। এসব বই ৩ হাজার ২শ ৯৯টি প্রাথমিক বিদ্যালয় বিতরণ করা হবে। এদিকে জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবার জেলায় মাধ্যমিক স্তরে ৪৪ লাখ ৫৪ হাজার ৮শ’ ৭৫ কপি বই বিতরণ করা হবে। এরমধ্যে ইবতেদায়ী ৫২ হাজার ৯শ ৬০টি, মাধ্যমিক ৩০ লাখ ৩৭ হাজার ৫, দাখিল ৭ লাখ ৪৮ হাজার ২শ ৮টি , এসএসসি ভোকেশনাল ৯৬ হাজার ৫শ ৯২টি এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল ৩২ হাজার ৭শ ৫০ জন ছাত্রের জন্য মোট ৪৪ লাখ ৫৪ হাজার ৮শ’ ৭৫ কপি বই করা হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্তরে ৪শ ১৪টি স্কুল ও ৩শ ১৬টি এফতেদায়ী মাদ্রাসা রয়েছে।
গাইবান্ধায় স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে গলা কেটে হত্যা
গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় স্ত্রীকে বেঁধে রেখে স্বামী উত্তম কুমার দেবনাথ (৩২) কে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত উত্তম কুমার রাজমিস্ত্রীর কাজ করতো। তিনি ওই এলাকার নিবারণ দেবনাথের ছেলে।
এলাকাবাসি জানায়, সন্ধ্যার পর একদল দূর্বৃত্ত বাড়িতে জোর পূর্বক ঢুকে উত্তম কুমারকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এসময় তাঁর স্ত্রী ললিতা রাণীর হাত ও মুখ বেঁধে রাখে দূর্বৃত্তরা। পরে মুখের বাঁধন খুলে তাঁর স্ত্রী চিৎকার করে আশেপাশের লোকজন ডাকলে তারা ছুটে এসে উত্তমের গলাকাটা লাশ দেখতে পায়। পরে ললিতা রাণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে তা জানা যায়নি।
এব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, হত্যার কারণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লে¬খ করেন।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ