সোমবার ● ১৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জনদুর্ভোগ » সংস্কার কাজের জন্য সিলেটে দুটি কালভার্ট ভেঙে ফেলায় দুর্ভোগে পথচারীরা
সংস্কার কাজের জন্য সিলেটে দুটি কালভার্ট ভেঙে ফেলায় দুর্ভোগে পথচারীরা
সিলেট প্রতিনিধি :: সিলেটে সংস্কার কাজের জন্য শনিবার রাতে নগরীর বারুতখানা পয়েন্ট থেকে জিন্দাবাজার পয়েন্ট সড়ক এবং নাইওয়রপুল থেকে ধোপাদিঘীরপাড় সড়কে মাঝামাঝি অবস্থিত দুটি কালভার্ট ভেঙে দেয়া হয়েছে এবং রাস্তা দুটিতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সড়কের মাঝামাঝি অবস্থিত কালভার্ট দুটি নির্মাণের জন্য ভেঙে ফেলায় যানবাহন ও পথচারী চলাচলেও বিঘ্ন ঘটছে। এতে চরম ভোগান্তিতে পরেছেন ব্যস্ততম নগরীর আবাসিক এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাই ওয়ার্ডবাসী লোকজন কালভার্টের উপর বাঁশের চাটাই ফেলে চলাচল করছেন।
এদিকে হঠাৎ করেই কোন নির্দেশনা ছাড়া গুরুত্বপূর্ণ এ রাস্তা বন্ধ করে দেওয়ায় নগরবাসীকে ব্যবহার করতে হচ্ছে বিকল্প সড়ক। ফলে এই সড়কের সাথে সংযুক্ত সওদাগর টুলা, জেলরেোড, হাওয়া পাড়া, তাঁতী পাড়া ও বারুতখানা থেকে লালবাজার যাওয়ার সরু রাস্তায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে যানবাহন চলাচলে যেমন অসুবিধা হচ্ছে তেমনি ওই এলাকার ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ব্যবসায়ী সুত্রে জানা যায়, শনিবার (১২জানুয়ারী) রাতে হঠাৎ করেই সিসিক মেয়র সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে কালভার্টটি ভেঙে দেন। তখন ব্যবসায়ীরা কবে নাগাদ রাস্তা ঠিক হবে এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলেও তিনি কোন সদুত্তর দেননি। এ রাস্তা বন্ধ থাকায় প্রতিদিন তাদের ব্যবসায় লোকসান হওয়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।
তীব্র যানজট থেকে মুক্তি ও ব্যবসায়ীদের ক্ষতি থেকে রক্ষা করতে খুব দ্রুত কাজ শেষ সড়কে যানচলাচলের উপযোগী করে দিতে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।





আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি