রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ বেড়েই চলেছে ধর্ষন, দুই মাসে ২৮ জনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন
ঝিনাইদহ বেড়েই চলেছে ধর্ষন, দুই মাসে ২৮ জনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ জেলায় চলতি বছরের দুই মাসে ২৮ জনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে। তবে দুই মাসের এই রেকর্ড উদ্বেগজনক বলে অনেকেই মনে করছেন। তথ্য নিয়ে জানা গেছে, চলতি বছরের জানুয়ারী মাসে ১৪ জন ও ফেব্রয়ারি মাসে ১৪ জন নারী ও শিশু ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়। জেলার বিভিন্ন থানা ও আদালতে দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ সত্যতা নিশ্চিত হওয়ার জন্য ভিকটিমদের ডাক্তারী পরীক্ষা করায়। এরমধ্যে কোটচাঁদপুর, কালীগঞ্জ ও শৈলকুপায় ৬ জন করে মোট ১৮ জনের ডাক্তারী পরীক্ষা করা হয় দুই মাসে। এ ছাড়া হরিণাকুন্ডু উপজেলায় ৩ জন, ঝিনাইদহ সদর উপজেলায় ৪ জন ও মহেশপুর উপজেলায় ৩ জন ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা করা হয়। হাসপাতালের অফিস সহকারী মোঃ কামরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে জেলার বিভিন্ন এলাকা থেকে পাশবিক নির্যাতনের শিকার নারীরা ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আসেন। সবার পরীক্ষা যে পজেটিভ আসে তা কিন্তু না। অনেক সময় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়েও মিথ্যা ধর্ষনের অভিযোগ দেওয়া হয়। তিনি বলেন, অনেক সময় ছেলে মেয়ে প্রেম করে ঘর ছাড়া হয়। পিতামাতা ছেলের বিরুদ্ধে ধর্ষন মামলা করেন। এখন বেশির ভাগই এমন কেসগুলো আসে। তিনি বলেন, সত্য মিথ্যা যায় হোক পরীক্ষা করে আমরা রিপোর্ট যথাস্থানে পৌছে দিই। বিষয়টি নিয়ে ঝিনাইদহ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্ষন মামলায় কাউকে ছাড় নেই। ইতিমধ্যে ধর্ষন মামলার আসামীদের গ্রেফতার করে পুলিশ আদালতে সোপর্দ করতে সক্ষম হয়েছে।
ঝিনাইদহে ছাগল চোর গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহে ইজিবাইকের করে ছাগল চুরির সময় বিদ্যুৎ মিয়া(২৬) নামের এক ছাগল চোরকে আটক করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। বিদ্যুৎ উত্তর ভবানীপুর গ্রামের আব্দুস সামাদ মোল্লার ছেলে। শুক্রবার এস আই পলাশের নেতৃত্বে সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া এলাকা থেকে ইজিবাইক সহ তাকে আটক করে। এ বিষয়ে এস আই পলাশ বলেন, স্থানীয় জনতার হাতে ছাগল চোর বিদ্যুৎ মিয়া ধরা পড়লে তারা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে। ছাগল চুরির অপরাধে তার নামে ঝিনাইদহ সদর থানায় একটি চুরির মামলা হয়েছে।
ধর্ষনের অভিযোগে ছাত্রীর ডাক্তারী পরীক্ষা
ঝিনাইদহ :: আদালতে অপহরণের পর ধর্ষন মামলা দায়েরের প্রেক্ষিতে শনিবার দুপুরে কালীগঞ্জ সলিমুন্নেছা গার্লস হাইস্কুলের দশম শ্রেনীর এক ছাত্রীর (১৫) ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। কালীগঞ্জ উপজেলার তৈলকুপ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল্লাহ নামে এক বখাটে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ওই ছাত্রীও ইয়াবা আসক্ত বলে পুলিশ মনে করছে। ঝিনাইদহ সদর হাসপাতালে আসা কালীগঞ্জ থানার এসআই আশিক জানান, চাপালি গ্রামের ওই মেয়েটিকে বখাটে আব্দুল্লাহ নিয়ে যায়। মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় তার পিতা আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ওই স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। তিনি বলেন, মেয়ে ও বখাটে ছেলে উভয় ইয়াবা আসক্ত মনে মনে হচ্ছে। এ নিয়ে কালীগঞ্জের জনপ্রতিনধিরা একাধিকবার শালিস করেও কোন সুরাহা করতে পারেনি। ফলে আদালতের দারস্থ হন মেয়েটির পিতা।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ
ঝিনাইদহ :: বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এইচ এস এস সড়কে বিএনপির কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড, কামাল আজাদ পান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এস এম মশিয়ূর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, এই সরকার সারাদেশের মানুষের স্বাধীনতা হরন করেছে গনতন্ত্রকে হত্যা করেছে। শুধু বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখেনি দেশই কারগারে পরিনত করেছে। তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ