রবিবার ● ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে সিজারিয়ান রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শহরে উত্তপ্ত পরিস্থিতি : সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্ছিত,থানায় অভিযোগ
ঈশ্বরদীতে সিজারিয়ান রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শহরে উত্তপ্ত পরিস্থিতি : সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্ছিত,থানায় অভিযোগ
ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদীর বকুলের মোড়স্থ শোভন ক্লিনিকে সিজারিয়ান রোগী শীমলা রানীর (২৫) মৃত্যুকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে ক্লিনিক এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রোগীর আত্মীয়স্বজনসহ একটি সুবিধাবাদী পক্ষ ডাক্তারকে মারপিটের জন্য ক্লিনিকে গিয়ে চড়াও হয়ে ডাক্তারকে খোজাখুজি করতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ক্লিনিক থেকে পুলিশে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে শীমলা রাণীর মরদেহ থানায় নিয়ে আসে। এসব ঘটনার সংবাদ সংগ্রহকালে থানা চত্বরে দৈনিক মাতৃছায়ার ঈশ্বরদী প্রতিনিধি বাপ্পিরায়হানকে লাঞ্ছিত করা হয়েছে।
জানাগেছে,লালপুর থানার পাটিকা বাড়ি গ্রামের বাসচালক বিধান কুমারের স্ত্রী শীমলা রাণীর প্রসাব বেদনা শুরু হলে ঈশ্বরদী শহরের বকুলের মোড়স্থ শোভন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। ভর্তির পর শীমলার পরিস্থিতি বেগতিক হলে তার অভিভাবকরা সিজার করে সন্তান প্রসবের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় শনিবার সন্ধ্যার পর ডাক্তার রেবেকা সুলতানা ডানা ও ডাক্তার শামীম তাকে সিজার করে সন্তান প্রসব কার্য সম্পন্ন করেন। সিজার করার পর সন্তান সুস্থ থাকলেও মা শীমলা রাণীর অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাদের মত করে চিকিৎসা দিলেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে থাকা অবস্থায় শীমলার মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে অভিভাবকদের চিৎকার ও কান্না কাটিতে মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এক পর্যায়ে শনিবার রাতে শীমলার আত্মীয়স্বজন ও একটি সুবিধাবাদী পক্ষ ক্লিনিকের মালিকদের উপর চড়াও হয়ে ডাক্তারের অবহেলায় শীমলার মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ এনে মারপিটের জন্য ডাক্তারদের খুঁজতে থাকে। পরিস্থিথিতি বেগতিক দেখে পুলিশে সংবাদ দেওয়া হয়।
এদিকে আজ রবিবার সকাল সাড়ে দশটায় মৃত্যু সংক্রান্ত তথ্য জানার জন্য থানা কম্পাউন্ডে অবস্থান করা শীমলার পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টাকালে দৈনিক মাতৃছায়ার ঈশ্বরদী প্রতিনিধি বাপ্পিরায়হানকে লাঞ্ছিত করা হয়েছে। এ কারণে বাপ্পিরায়হান ঘটনার পরই আইনগত সুষ্ঠ বিচার চেয়ে ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন, আমি জাতীয় দৈনিক মাতৃছায়া ও দৈনিক দেশবার্তা পত্রিকার সাংবাদিক হিসেবে আজ ৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় সংবাদ সংগ্রহের জন্য থানায় উপস্থিত হই। থানায় উপস্থিত হয়ে মৃত শিমলা রাণীর স্বামী বিধান কুমারসহ তার পরিবারের সদস্যদের সাথে মৃত্যুর বিষয়ে কথা বলতে ও তথ্য সংগ্রহের চেষ্টা করি। এ সময় মামুন (৩২), পিতা বাক্কার মন্ডল সাং- ভেলু পাড়া, ঈশ্বরদী পাবনাসহ কয়েকজন ব্যক্তি অতর্কিত ভাবে থানার মধ্যেই আমাকে তথ্য সংগ্রহে বাধা দিতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও আমার উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে প্রাণ নাশসহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয়।
ঈশ্বরদীতে মরহুম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
ঈশ্বরদী :: মুজিববর্ষ উপলক্ষে মাদকমুক্ত সমাজ গঠন কল্পে ঈশ্বরদীর পাঠশালা মোড়ে মরহুম নজরুল ইসলাম কাকু মহলদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে পাঠশালা মোড় মাঠে স্থানীয় ফ্রেন্ডসক্লাবের পক্ষ থেকে এ খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রুমি। খেলার উদ্বোধন করেন,আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান,আরিফ হোসেন। সমাজসেবক তৌফিকুজ্জামান রতনের পৃষ্ঠপোষকতায় ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জাতীয় সাংবাদিক সোসাইটি ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, বঙ্গবন্ধু পদক প্রাপ্ত কৃষক কপি বারী,আমিনুল হক মহলদার ও এ্যাডভোকেট আবুল কালাম রেন্টু,সিদ্দিকুর রহমান,আবুল কালাম আজাদ সাঈদ,শাহীন আলমসহ অন্যরা । খেলায় ফ্রেন্ডসক্লাব এক শ্যূণ্য গোলে পাকশী রুহানী ক্লাবকে পরাজিত করে।





দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ০৯ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ ওয়ার্ড কমিটি গঠন
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১