রবিবার ● ২২ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হরিজন কলোনীগুলোতে সাবান বিতরণ
গাইবান্ধায় হরিজন কলোনীগুলোতে সাবান বিতরণ
গাইবান্ধা :: করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও শিশু-কিশোর মেলা গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ রবিবার হরিজন কলোনীগুলোতে সাবান বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য ও নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠক লিজা উল্যা, শিশু-কিশোর জেলা সংগঠক ও স্কুল বিষয়ক সম্পাদক মাছুদা আকতার, উম্মে নিলুফার তিন্নী, হরিজন সম্প্রদায়ের জেলা সভাপতি কীর্তন বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় রাষ্ট্রের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ, জেলা হাসপাতালগুলোতে প্রয়োজনীয় আয়োজন নিশ্চিত, হেলথ সেন্টার চালু, এমবিবিএস ডাক্তার নিয়োগ, করোনার অজুহাতে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, ডেটল, স্যাবলন সাবান, হ্যান্ড স্যানিটাজারসহ সকল জীবানু নাশক দ্রব্য রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে সরবরাহের দাবি জানান। সেইসাথে সকল মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শ জানান।
আ’লীগ প্রার্থী অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি নির্বাচিত
গাইবান্ধা :: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনে আ’লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নৌকা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট উস্মে কুলসুম স্মৃতি ১৩২ কেন্দ্রে ২ লাখ ১ হাজার ৪৮২ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ডা.মইনুল হাসান সাদিক পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট।
শনিবার(২১ মার্চ) রাতে জেলা রির্টানিং কর্মকর্তা, মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অন্যদিকে বাকি দুই প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের মইনুর রাব্বি চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট, আর জাসদের মশাল প্রতিকের এস এম খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন ৫১৪ ভোট। একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মাহাবুবুর রহমান বলেন, উপনির্বাচনে সাদুল্যাপুর উপজেলার ৬৮টি ও পলাশবাড়ী উপজেলার ৬৪টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া করোনা প্রতিরোধে কেন্দ্রগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়। প্রত্যেক ভোটার স্যানিটাইজার ও হ্যান্ডওয়াস দিয়ে হাত ধুয়ে তারা ভোট দেয়
আওয়ামীলীগের দুইবারের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার গত বছরের ২৭ ডিসেম্বর অসুস্থজনিত কারনে মৃত্যুতে আসনটি শূন্য হয়।
গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১০০
গাইবান্ধা :: গাইবান্ধা জেলায় বিভিন্ন দেশ থেকে আসা ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৮৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদাড়ি রাখা হয়েছে।
গাইবান্ধার সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ১০০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। তিনি বলেন, সোমবারের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা ম্যাক্স ও প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে এসব ব্যক্তির নিয়মিত নজরদাড়ি রাখা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, কোয়ারেন্টাইনের জন্য গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ও জেলা আনসার ভিডিপি কার্যালয়কে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গাইবান্ধা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় ৫ শয্যার কোয়ারেন্টাইন ও আইসোলেসন ইউনিট খোলা হয়েছে। ইতোমধ্যে জেলা ও সাত উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠিত হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে র্যাপিড রেসপন্স টিমও গঠিত হয়েছে।





নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোন আপোষ নেই
পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার