বৃহস্পতিবার ● ৭ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
আত্রাইয়ে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সরকারি ভাবে চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় খাদ্য গুদামের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে খাদ্য গুদামে এর উদ্বোধন করা হয়। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এবাদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ আরিফ মুর্শেদ মিশু, উপজেলা মহিলা ভাইস মহিলা চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নূরু ন্নবী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী, মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লামা শেরে বিপ্লব, সরকারি অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাসহ কৃষক ও গণ্যমান্য ব্যক্তি বর্গ। এদিন উপজেলার জাত আমরুল গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে কৃষি কার্ডের মাধ্যমে ১টন ধান ক্রয় করে এর শুভ উদ্বোধন করা হয়। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক জানান, চলতি মৌসুমে আত্রাই উপজেলায় লটারী মাধমে সরাসরি ভাবে কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ২২ শ ৮৬ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।
রাণীনগরে কিশোরসহ নতুন করে ২জন করোনায় আক্রান্ত
নওগাঁ ::: নওগাঁর রাণীনগরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর ও ঢাকা ফেরত এক রাজমিস্ত্রি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এনিয়ে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকাসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান উপজেলার খট্টেশ্বর গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের করোনা পজেটিভ প্রতিবেদন এসেছে। ওই কিশোর সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত তার বড় ভাই ঢাকা থেকে এলে তার সংস্পর্শে আসার কারণে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অপরজন হচ্ছে গোনা গ্রামের এক রাজমিস্ত্রি। ওই ব্যক্তি ঢাকাতে রাজমিস্ত্রির কাজ করতো। গত ১মাস ঢাকায় কাজ না থাকায় সে গত পহেলা মে গ্রামের বাড়িতে এলে ওই রাজমিস্ত্রিসহ তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তার প্রতিবেদন করোনা পজেটিভ এসেছে।
এদিকে জেলার ১১টি উপজেলার মধ্যে রাণীনগর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে প্রতিটি মানুষের মাঝে। অপরদিকে ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সব মানুষরা এলাকায় এসেছে তারা সঠিক ভাবে করোনা প্রতিরোধের নিয়ম-কানুনগুলো না মানা ও ঘরের মধ্যে না থাকার কারণে এই মহামারির
সৃষ্টি হয়েছে বলে ধারনা করছেন এলাকার সচেতন মহল। দ্রæত এই সব বাহির থেকে আসা লোকদের কঠোর নিয়মের মধ্যে না আনলে এই করোনা ভাইরাস মহামারি আকার ধারন করবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
আত্রাইয়ে ৩৫বছর বয়সী যুবকের শরীরে করোনা শনাক্ত, উপজেলায় মোট আক্রান্ত-৬
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে আবারও ৩৫বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত পাওয়া গেছে। এই দিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন আক্রান্ত যুবক ঢাকা গাজীপুর ফেরত। বুধবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার বাঁকা গ্রামে। এ নিয়ে উপজেলায় আগের ৫জন সহ মোট ৬জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি বলেন, অন্য উপজেলা থেকে যে কেউ আত্রাইয়ে প্রবেশ করলে তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত হয় তারই পেক্ষিকে কয়েক দিন যাবত যারা ঢাকা এবং অন্যান্য এলাকা থেকে আত্রাই উপজেলায় এসেছে তাদের কে প্রাতিষ্ঠানিক হোমকরান্টাইনে রাখা হয় এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সন্ধায় এক জন যুবকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান