সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » জেলায় জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচী
জেলায় জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচী
সাইফুল মিলন, গাইবান্ধা :: “চিকিৎসা দাও মানুষ বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে জেলায় জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন ও জাতীয় সমন্বিত উদ্যোগ গ্রহন করে সকল রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসুচী পালিত হয়েছে গাইবান্ধায়।
গতকাল রবিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখা এ অবস্থান কর্মসুচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক এ্যাড.মুরাদ জামান রব্বানী প্রমুখ।
বক্তারা অবিলম্বে দেশের সকল জেলা ও উপজেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে অচল হাসপাতাল করা এবং সকল রোগীর চিকিৎসেবা নিশ্চিত করাসহ উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের ব্যবস্থার দাবি জানান।
গাইবান্ধায় বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।
লটারীর প্রথম পর্বে উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার কৃষকদের নিকট থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের জন্য দুইদিন ব্যাপী কৃষক নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত লটারী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান প্রমুখ।
এ বছর গোবিন্দগঞ্জ উপজেলায় মোট ৫ হাজার ৭শ জন কৃষকের নিকট থেকে প্রতিজন এক মেট্রিক টন হিসেবে ৫ হাজার ৭শ মেট্রিক টন বোরোধান সংগ্রহ করা হবে জানাগেছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ