বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » গুরুদাসপুরে ডিপ্লোমা কৃষিবিদদের স্মারকলিপি
গুরুদাসপুরে ডিপ্লোমা কৃষিবিদদের স্মারকলিপি

গুরুদাসপুর প্রতিনিধি :: (১০ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৮ মিঃ ) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কৃষি মন্ত্রনালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদধারী ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল সহ ২য় শ্রেণীর পদমর্যাদা বাস্তবায়নের দাবীতে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ গুরুদাসপুর উপজেলা শাখা৷
সংগঠনের সভাপতি উপসহকারী কৃষি অফিসার আব্দুল হালিম, উপসহকারী কৃষি অফিসার ও সংগঠনের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন ও সিনিয়র সদস্য উপসহকারী কৃষি অফিসার আছমত আলীর নেতৃত্বে ১০ ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই স্মারকলিপি হস্তান্তর করা হয়৷ উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন৷ স্মারকলিপি হস্তান্তরের সময় কমপক্ষে ২০জন ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদধারী উপস্থিত ছিলেন৷
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী কৃষি অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন দপ্তর/অধিদপ্তর/সংস্থায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদধারী ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেডের পরিবর্তে ১০ম গ্রেড বেতন স্কেল সহ ২য় শ্রেনীর পদমর্যাদায় উন্নীতকরণের ঘোষনা দিলেও অদ্যাবধি ওই ঘোষনা বাস্তবায়িত না হওয়ায় প্রধানমন্ত্রী বরাবর পুনরায় আবেদন জানিয়ে স্মারকলিপি উপস্থাপন করা হলো৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা