মঙ্গলবার ● ২১ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শাহনুর
চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শাহনুর
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা :: একাধিক ক্লু-লেস হত্যা মামলার আসল রহস্য উদঘাটনসহ সামগ্রিক কর্ম মুল্যায়নে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. শাহনুর আলম চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ‘তদন্তকারী পুলিশ কর্মকর্তার সম্মানে ভুষিত হয়েছেন।
গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় দক্ষতার জন্য তাকে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। এসময় চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম (সেবা) ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজি ছাড়াও বিভিন্ন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মো. শাহনুর আলম ৩০তম পুলিশ ক্যাডেট (এসআই) হিসেবে ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষ করে সর্বপ্রথম তিনি ডিএমপির তেজগাঁও থানায় যোগদান করেন। ২০১৭ সালের মে মাসে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর খাগড়াছড়ি সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালের ১০ জুন পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে মাটিরাঙ্গা থানায় যোগদান করে দক্ষতার সাথে একাধিক ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটনের মাধ্যমে পুলিশের ভাবমুর্তি উজ্জল করেন।
সম্মাননা স্বারক প্রাপ্তির বিষয়ে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. শাহনুর আলম বলেন, এ অর্জন আমার একার নয়, এ অর্জন মাটিরাঙ্গা থানা পুলিশের সকল অফিসার ও সদস্যেদের । কাজের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত সম্মাননা স্মারক সম্পর্কে তিনি বলেন, এটি তার কর্মজীবনে আরো আত্মবিশ্বাসের সাথে দেশের মানুষের সেবায় আত্ম নিয়োগ করার উৎসাহ যোগাবে।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার সহ অন্যান্য সিনিয়র পুলিশ কর্তকর্তাদের সহযোগিতা ও তাঁর নিজের একান্ত চ্যালেঞ্জ নেয়ার মানসিকতা তাকে বর্তমান সম্মাননা স্মারক পেতে সহায়তা করেছে। আমার তাঁর সফলতাকে ফুলেল শুভেচ্ছা জানাই।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী