শনিবার ● ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিটপুলিশিং কার্যালয়ের উদ্বোধন
আত্রাইয়ে বিটপুলিশিং কার্যালয়ের উদ্বোধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আরও একটি বিটপুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার আহসানগঞ্জ ইউপি কার্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জবারাণী ঘোষ, তারেক মোহাম্মদ মাহবুবুল আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস ও বাল্যবিয়েসহ সকল প্রকার অপরাধ প্রবণতা কমিয়ে আনতে পুলিশের তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক বিটপুলিশিং কার্যক্রমে শুরু করা হয়।
আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত আসামীসহ ১০ জনকে জেল হাজতে প্রেরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত, গ্রেফতারী পরোয়ানা ও নিয়মিত মামলার ১০ জন আসামীকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার এ আসামীদেরকে আত্রাই থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, মাদক সেবন অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে এক মাসের জেল দেয়া হয়েছে। আদালতের বিচারক ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম গত শুক্রবার রাতে এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতে সাজাপ্রপ্তরা হলো উপজেলার তিলাবদুরী গ্রামের সত্যেনের ছেলে নরেন (৩০), মেজর আলীর ছেলে স্বপন (৩১), জামগ্রামের মোখলেছের ছেলে রকেট (৩৫), সমসপাড়া গ্রামের মৃত নছিরের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও নন্দীগ্রামের মৃত শুনিলের ছেলে রকেট চন্দ্র (২৮)। গ্রেফতারী পরোয়ানা মূলে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া উপজেলার লালপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুস ছাত্তার (৬০), একই গ্রামের শহিদুলের ছেলে রফিকুল ইসলাম (৩০)। এ ছাড়াও নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে পাঁচুপুর উজানপাড়া গ্রামের মৃত নীলচাঁন চৌধুরীর ছেলে মিলন চৌধুরী (৪০) একই গ্রামের আমির চৌধুরীর ছেলে খাইরুল চৌধুরী (৩২)। গ্রেফতারকৃত সকল আসামীদের গতকাল শনিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।





দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত
আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন
প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে