শনিবার ● ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিটপুলিশিং কার্যালয়ের উদ্বোধন
আত্রাইয়ে বিটপুলিশিং কার্যালয়ের উদ্বোধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আরও একটি বিটপুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার আহসানগঞ্জ ইউপি কার্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জবারাণী ঘোষ, তারেক মোহাম্মদ মাহবুবুল আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস ও বাল্যবিয়েসহ সকল প্রকার অপরাধ প্রবণতা কমিয়ে আনতে পুলিশের তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক বিটপুলিশিং কার্যক্রমে শুরু করা হয়।
আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত আসামীসহ ১০ জনকে জেল হাজতে প্রেরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত, গ্রেফতারী পরোয়ানা ও নিয়মিত মামলার ১০ জন আসামীকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার এ আসামীদেরকে আত্রাই থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, মাদক সেবন অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে এক মাসের জেল দেয়া হয়েছে। আদালতের বিচারক ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম গত শুক্রবার রাতে এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতে সাজাপ্রপ্তরা হলো উপজেলার তিলাবদুরী গ্রামের সত্যেনের ছেলে নরেন (৩০), মেজর আলীর ছেলে স্বপন (৩১), জামগ্রামের মোখলেছের ছেলে রকেট (৩৫), সমসপাড়া গ্রামের মৃত নছিরের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও নন্দীগ্রামের মৃত শুনিলের ছেলে রকেট চন্দ্র (২৮)। গ্রেফতারী পরোয়ানা মূলে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া উপজেলার লালপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুস ছাত্তার (৬০), একই গ্রামের শহিদুলের ছেলে রফিকুল ইসলাম (৩০)। এ ছাড়াও নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে পাঁচুপুর উজানপাড়া গ্রামের মৃত নীলচাঁন চৌধুরীর ছেলে মিলন চৌধুরী (৪০) একই গ্রামের আমির চৌধুরীর ছেলে খাইরুল চৌধুরী (৩২)। গ্রেফতারকৃত সকল আসামীদের গতকাল শনিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।





প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে
আত্রাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন
আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দলনে উত্তাল আত্রাই
আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
বিষাদের সুর, আত্রাইয়ে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়
আত্রাইয়ে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন