শিরোনাম:
●   চুয়েটে ফাউন্ডেশন ট্রেইনিং ফর ফ্যাকাল্টি মেম্বার্স-২ শীর্ষক প্রশিক্ষণ ●   ঝালকাঠিতে ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার ●   টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি ●   গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান এলিম, ভাইস-চেয়ারম্যান নাবেদ, শিলা ●   মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে নয়ন বিজয়ী ●   কুষ্টিয়া সদরে আতাউর রহমান খোকসায় শান্ত চেয়ারম্যান নির্বাচিত ●   সন্দ্বীপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ ●   গোলাপগঞ্জে পুনঃনির্বাচিত মঞ্জুর কাদির শাফি এলিম ●   ঘোড়াঘাট উপজেলায় শুভ চেয়ারম্যান,বাবু ও নার্গিস ভাইস চেয়ারম্যান নির্বাচিত ●   ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা ●   ঘোড়াঘাটে ভোট গণনা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা ●   কাউখালী উপজেলায় চেয়ারম্যান সামশু দোহা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ নির্বাচিত ●   সন্দ্বীপ উপজেলায় চেয়ারম্যান আনোয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হালিমা নির্বাচিত ●   নির্বাচনী ডিউটিতে গিয়ে দুর্ঘটনায় আহত ঈশ্বরগঞ্জের ইউএনও ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন ●   প্যানেল চেয়ারম্যান জহুরুলের সুনাম ক্ষুন্ন করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল ●   রাউজানে কালবৈশাখীর তান্ডব ●   ৮ মে বুধবার সকাল ৮ টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত ●   ঘোড়াঘাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন ●   খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের ব্রিফিং ●   নিয়মরক্ষার উপজেলা নির্বাচন অপ্রয়োজনীয়, অর্থ ও সময়ের অপচয় মাত্র ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবির স্মারকলিপি হস্তান্তর ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের কার্যনিবাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   কুষ্টিয়া বিএডিসি অফিসের এডি’র বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ ●   ঘোড়াঘাট বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত ●   নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেয়া হয়েছে : সাইফুল হক ●   কাউখালীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু ●   রাঙামাটিতে জেলা লিগ্যাল এইড অফিসারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
রাঙামাটি, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প
৮১৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি : সংবাদ সংক্রান্ত এনামুল হক,ময়মনিসংহ প্রতিনিধি :: মহান বিজয়ের মাস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পটি আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ত্রিশাল সরকারী নজরুল একাডেমি মাঠে আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সকলের জন্য ফ্রি চিকিৎসা ,বিনামূল্যে ওষুধ সরবরাহ, রক্তের গ্রুপ নির্ণয় এবং মাক্স বিতরণ করা হয়।
বিজয়ের মাসে ত্রিশালে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প।ত্রিশাল ডক্টর এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ক্যাম্পটি পরিচালিত হয।ত্রিশালে ফ্রি মেডিকের ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দল মতিন সরকার চেয়ারম্যান ত্রিশাল উপজেলা পরিষদ।আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান আনিছ,আজাহারুল মন্ডল ৪নং ওয়ার্ড কমিশনার ত্রিশাল পৌরসভা ময়মনসিংহ।
অনুষ্ঠিত হলো হোয়াইট ডাভের “করোনাকালীন সময়ে নারী স্বাস্থ্যের সেবাযত্ন” নামক সেশন

ময়মনসিংহ :: ২৩ ডিসেম্বর,২০২০ তারিখে রাত ৮টায় ফেইসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হলো হোয়াইট ডাভ প্রজেক্টের “Women’s Health Care During Pandemic” নামক সেশন।সমসাময়িক সময়ের জন্য উপযোগী এই সেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সামিউল আউয়াল সাক্ষর (আবাসিক মেডিকেল অফিসার,ক্রিটিক্যাল কেয়ার ইউনিট,এভারকেয়ার হাসপাতাল ঢাকা) এবং কাশফিয়া কাওসার মীম (সিইও ও ফাউন্ডার,মেন্টাল হেলথ কেয়ার),
হোয়াইট ডাভের মেন্টর সাদিক হাসান শুভ, টিম লিডার জেসমিন খাতুন সহ অন্য সদস্যবৃন্দ তথা সানজিদা ইসলাম ইরা,রাফিয়া ইসলাম ভাবনা,সানজানা বিন্তি,জাকিয়া সুলতানা, সোহান মাহমুদ মৃদুল এবং মো: আমানউল্লাহ।
সেশনে মডারেটর হিসেবে জাকিয়া সুলতানা (টিম মেম্বার,হোয়াইট ডাভ) এবং সানজিদা আক্তার ( ভলান্টিয়ার,হোয়াইট ডাভ) দায়িত্ব পালন করেন।সেশনের শুরুতে মডারেটরবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানান এবং সেশনের আলোচ্য বিষয় গুলো সম্পর্কে দর্শকদের অবগত করেন।
সেইসাথে হোয়াইট ডাভের টিম মেন্টর সাদিক হাসান শুভ স্যারকে আহ্বান জানান সেশন সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করার জন্য।

জনাব সাদিক হাসান শুভ হোয়াইট ডাভ প্রজেক্ট সম্পর্কে সংক্ষিপ্তভাবে নানাদিক তুলে ধরেন।এবং অতিথিদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অত:পর মডারেটরবৃন্দ অতিথি বক্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রশ্ন শুরু করেন।

উক্ত আলোচনায় ডাঃ সামিউল আউয়াল সাক্ষর করোনাকালীন সময়ে সকল বয়সী মানুষদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বিশদ আলোচনা করেন।করোনাকালীন সময়ের খাদ্যাভাস তথা ভিটামিন এ,বি-কমপ্লেক্স,ভিটামিন ডি সহ অন্যান্য পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণের কথা বলেন।পাশাপাশি নিজের কলেজ-মেডিকেল জীবনের বহু স্বেচ্ছাসেবী কার্যক্রমের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন।সেইসাথে তরুণদের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী কাজের গুরুত্বের কথাও স্পষ্ট করেন।পাশাপাশি তিনি তরুণদেরকে আহ্বান জানান পারিবারের সদস্যদের সেবাযত্নে খেয়াল রাখার জন্য।তিনি করোনাকালীন বিভিন্ন গুজব সম্পর্কেও দর্শকদের অবহিত করেন।
সেইসাথে তিনি হোয়াইট ডাভের প্রতি শুভ কামনা জানান।

উক্ত সেশনের আরেকজন অতিথি কাশফিয়া কাওসার মীম তার মেন্টাল হেলথ কেয়ার গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন।তরুণদের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এই হেলথ কেয়ারের পথচলা শুরু।
মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে মনকে প্রফুল্ল রাখা,সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করা, পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।সাইবার বুলিং সহ বিভিন্ন মানসিক সমস্যার বিষয়ও তিনি ব্যক্ত করেন।প্রতিটি মানুষের উচিত অন্য মানুষের প্রতি সদয় থাকা এ বিষয়টিও তিনি বুঝিয়ে বলেন।তিনি আরও জানান,মেন্টাল হেলথ কেয়ারের সেবাকাজ অনলাইন এবং অফলাইন প্লাটফর্মে চলমান রয়েছে।সেইসাথে তিনি হোয়াইট ডাভের প্রতি শুভ কামনা জানান।

পরিশেষে হোয়াইট ডাভের টিম কো-অর্ডিনেটর জেসমিন খাতুন সম্মানিত অতিথিবৃন্দ এবং সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে উক্ত সেশন সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেন।সেইসাথে সকলের সম্মিলিত প্রয়াসে প্রজেক্টটি এগিয়ে যাবে বহুদূর এই আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সেশনে দর্শকবৃন্দ তাদের মতামত পেশ করেন লাইভ সেশনে কমেন্ট করার মাধ্যমে।

হোয়াইট ডাভের এই ভার্চুয়াল সেশনের টেকনিক্যাল দায়িত্বে ছিলেন সোহান মাহমুদ মৃদুল।

হোয়াইট ডাভ নামক ৫ মাস মেয়াদী এই প্রজেক্টটি সমাজে শান্তি-সম্প্রীতি আনয়নে এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক সমৃদ্ধিতে কাজ করবে।
উল্লেখ্য,উক্ত প্রকল্পটি ইউএন উইম্যান,সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) এবং উইম্যান পিস ক্যাফের (জাককাইনবি) সার্বিক সহায়তায় কাজ করে যাচ্ছে।





আর্কাইভ