বুধবার ● ১৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার
মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ৮টার দিকে দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে শহিদুল পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে বাগান সংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
থানার ওসি মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চত করে বলেন, শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে পোষ্টমর্টেম করানো হবে।
পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত
বাগেরহাট :: বাগেরহাটের শরণখোলায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শহিদুল ইসলাম (৩৪) নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে সাইন বোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন শিং বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় মটরসাইকেলের পিছনে থাকা স্কাভেটর ড্রাইভার মো. আব্দুল্লাহ শেখ (২২) গুরুতর আহত হয়েছেন।
নিহত শহিদুল ইসলাম শরণখোলা উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে।তিনি শরণখোলায় নির্মানাধীন বেড়িবাঁধে নিয়োজিত স্কাভেটরের দেখাশুনা করতেন। আহত আব্দুল্লাহ মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার কাওরা গ্রামের খোকন শেখের ছেলে।সে শরণখোলায় স্কেভেটর চালাতেন। শরণখোলা থানার ওসি সাইদুর রহমান বলেন, শরণখোলা থেকে মোরেলগঞ্জের দিকে যাওয়ার পথে শিংবাড়ি এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেগনি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন শহিদুল ইসলাম। পরে স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোংলায় পৌর নির্বাচন প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময়সভা
বাগেরহাট :: বাগেরহাটের মোংলা পোট পৌরসভার সাধারন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতো হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে নির্বাচন কমিশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিতো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চদ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান্দকার মোহাম্মদ রিজাউল করিম ও বাগেরহাট জেলা নির্বাচন অফিসার এবং মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ। মতবিনিময় সভায় পৌর নির্বাচনীয় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনানীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, সুশাসনর জন্য নাগরিক সুজন’র সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নূর আলম শেখ, সাংবাদিক এম এ মোতালেব, কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক, মো. আলাউদ্দিন, মো. ইউনুস প্রমূখ। এ সময় প্রধান অতিথি বক্তিতায় বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হক বলেন,মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে নির্বাচন কমিশন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কাজ করছে।নির্বাচন কমিশনের মনিফস্টা অনুযায়ি প্রশাসন কাজ করছে। ইভিএম পদ্ধতি প্রচারের জন্য ব্যাপক ব্যবস্থা নেয়া হচ্ছে।এ নির্বাচনে ভোট জালিয়াতির কোন সম্ভাবনা নেই। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সহকারি পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী প্রমূখ।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ