শনিবার ● ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে নৈশপ্রহরীকে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা
চট্টগ্রামে নৈশপ্রহরীকে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন (৫৫) নামে একটি সমিলে দায়িত্বরত নৈশপ্রহরীকে হত্যা করেছে দুর্বত্তরা। গতকাল শুক্রবার (১অক্টোবর) দিবাগত রাতে মিরসরাইয় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ কমরআলী রাস্তার পাশে ছোটন চৌধুরীর সমিলে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থল থেকে হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। নিহত নুরুল আমিন ওয়াহেদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড়কমলদহ এলাকার দলিলুর রহমান বাড়ির মৃত আহম্মেদুর রহমানের পুত্র।
জানা যায়, শুক্রবার রাতে বড়কমলদহ এলাকায় অবস্থিত ছোটন চৌধুরীর মালিকানাধীন সমিলের পানির মোটর, ৩ ট্রান্সফমার চুরি করার সময় নৈশপ্রহরী নুরুল আমিন বাঁধা দেয়ার চেষ্টা করে। এ সময় তাকে হাত পা বেঁধে হাতুড়ি ও গাছ দিয়ে পিটিয়ে হত্যা করে চলে যায়।
শনিবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান পিপিএম বলেন, এলাকায় নুরুল আমিনের সাথে কারো ঝামেলা নেই। প্রাথমিক তদন্তে ও এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু ধারণা করছি সমিলে চুরি করতে আসা চোরের দলকে চিনে ফেলায় হাত পা বেঁধে পিটিয়ে খুন করেছে। সুরতহালে তার মাথায়, পায়ে ও কানে আঘাতের চিহৃ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) প্রেরণ করা হয়েছে।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি