সোমবার ● ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে স্ত্রী-সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার : স্বামী পলাতক
খাগড়াছড়িতে স্ত্রী-সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার : স্বামী পলাতক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে স্ত্রী ও এক শিশু সন্তানের গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী মোহাম্মদ সোলেমান পলাতক রয়েছেন। সোমবার ৩ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্ত্রী পিংকি আক্তার (২৫) ও তার ৪ মাসের শিশু কন্যা। পিংকি আক্তারের ৪ বছর বয়সী আরও একটি কন্যা সন্তান রয়েছে। ঘাতক স্বামী মোহাম্মদ সোলেমান (২৯) পেশায় একজন রাজমিস্ত্রি। সে পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে। নিহত পিংকি আক্তার একই এলাকার আব্দুল খালেক দুলালের মেয়ে। নিহতের ভাই ইমরান হোসেন সুজন বলেন, তার ঘাতক ভগ্নিপতি পরকীয়ায় জড়িত। এ নিয়ে বোনের সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো। গত বৃহস্পতিবার হত্যাকারী তার বড় মেয়ে সুলতানাকে (৪) এক আত্মীয়ের বাড়ি নোয়াখালীতে রেখে আসে এবং গত শুক্রবার কোন এক সময়ে আমার বোন ও তার শিশু কন্যাকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। কয়েকদিন ধরে বোনের খবর না পেয়ে তাদের বাড়িতে আসি। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেয়া হয়। তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে বোন এবং ভাগ্নির গলাকাটা লাশ কম্বলে মোড়ানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামন বলেন, আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে যে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী