শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » কৃষি » অনাবাদী জমিতে চাষাবাদের কোন উদ্যোগ নেই কৃষি অফিসের
অনাবাদী জমিতে চাষাবাদের কোন উদ্যোগ নেই কৃষি অফিসের
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এক সময় শুস্ক মৌসুমে বোরো ধান ও বর্ষার মৌসুমে আমন ধান, আউশ ধানের চাষাবাদ করতো এই জনপদের ছোট-বড় কৃষকেরা। উপজেলার প্রায় ১৪’টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে প্রায় ১৪ হাজার ৫’শত হেক্টর ফসলী জমিতে এই চাষাবাদ হতো। বর্তমানে চাষাবাদের চাহিদা কমে নেমে এসেছে প্রায় অর্ধেকের কমে। যার কারণে রাউজানে অনাবাদি জমি বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে চাষাবাদ হচ্ছে মাত্র এই জনপদে ৭ হাজার হেক্টর জমিতে। এক সময় গরু ও নাঙ্গল দিয়ে সনাতন পদ্ধতিতে চাষাবাদ তরতো এই উপজেলার কৃষকরা। কালের বিবর্তনে এখন পাওয়ার টিলার দিয়ে জমিতে ফসলের চাষাবাদ হচ্ছে। প্রযূক্তির উন্নয়ন হলেও, কৃষকরা চাষাবাদে আগের তুলনায় কমে এসেছে চাষাবাদের দিকে। চাষাবাদে যান্ত্রিক যুগ সৃষ্টি হলেও রাউজানে দিন দিন ফসলী জমিতে চাষাবাদ কমেছে। ফসলী জমি অনাবাদী হয়ে পড়ে রয়েছে গত দেড়যুগের বেশী সময় ধরে। অনাবাদী হয়ে থাকা ফসলী জমিতে ঝোঁপ জার উঠে ভরে গেছে। আর এসব ফসলী জমিতে ভরাট করে গড়ে তুলা হচ্ছে ঘরবাড়ি। সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, রাউজান পৌরসভার পশ্চিম গহিরা, দক্ষিণ গহিরা, গহিরা মোবারকখীল, পুর্ব গহিরা, হাজী পাড়া, সুলতানপুর কাজী পাড়া, ছিটিয়া পাড়া, রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম ফতেহ নগর, নদীম পুর, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতোয়ালী ঘোনা, চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা, হলদিয়া ইউনিয়নের বানারস. বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, মধ্য বিনাজুরী, লেলাংগারা, ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান, মঙ্গলখালী, খলিলাবাদ, ৮নং কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর, পশ্চিম কদলপুর বড়ুয়া পাড়া, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, খৈয়াখালী, বদুপাড়া, মহামুনি, বহলপুর, দেওয়ানপুর, ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধাঁর মানিক, পুর্ব আধাঁর মানিক, পশ্চিম আধাঁর মানিক, হোয়ারা পাড়া, বড়ঠাকুর পাড়া, সাতবাড়িয়া, হামজার পাড়া, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া, ডেমখালী, মগদাই, আবুর খীল, বদু মন্সি পাড়া, মীরধার পাড়া, উরকিরচর ইউনিয়নের হারপাড়া, মাইশকরম, মীরা পাড়া, আবুর খীল, খলিফার ঘোনা, উরকিরচর, নোয়াপাড়া ইউনিরয়নের পটিয়া পাড়া সামমাহলদার পাড়া, মোকামী পাড়া, কচুখাইন, পালোয়ান পাড়া, উভলং, শেখপাড়া, বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচঁখাইন, দেওয়ার পুর, কোয়েপাড়া এলাকায় বিপুল পমিান ফসলী জমি গত এক যুগ ধরে অনাবাদী হয়ে পড়ে রয়েছে। এক সময়ে অনাবাদী হয়ে পড়ে থাকা ফসলী জমি গুলোতে শুস্ক মৌসুমে বোরো ধান, বর্ষার মৌসুমে আমন ধান, আউশ ধানের চাষাবাদ করতো কৃষকেরা। স্থানীয় কৃষকরা জানান, ধান চাষে আর্থিক লোকসানে চাষাবাদ থেকে আগ্রহ হারিয়েছে তারা। অনেকেই চাষাবাদ ছেড়ে দিয়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছে। অন্যদিকে সরকার ফসলী জমি অনাবাদী না রাখার জন্য কৃষকদের সার, বীজ, বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে রাউজান উপজেলা কৃষি আফিসার ইমরান হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি জানান, রাউজানে ১৪ হাজার হেক্টর ফসলী জমি রয়েছে। ১৪ হাজার ফসলী জমির মধ্যে ৩শত ৪০ হেক্টর ফসলী জমি একযুগ ধরে অনাবাদী হয়ে রয়েছে। অপরদিকে উপজেলা কৃষ্ িঅফিসারের দেওয়া তথ্য সঠিন নয় বলে মনে করেন এলাকার লোকজন। তাদের দাবি রাউজানের বিভিন্ন এলাকায় ৭ হাজার হেক্টর পরিমান ফসলী জমি এক যুগ ধরে অনাবাদী হয়ে পড়ে আছে। রাউজানে কি পরিমান জমি অনাবাদী হয়ে রয়েছে তা সঠিকভাবে জরিপ করে অনাবাদী জমিকে চাষাবাদের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকার লোকজন।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান