বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ট্রাক-ব্যাটারীচালিত অটোরিকশা সংঘর্ষে নিহত-২
মিরসরাইয়ে ট্রাক-ব্যাটারীচালিত অটোরিকশা সংঘর্ষে নিহত-২
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটে ট্রাক-ব্যাটারীচালিত অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার ১৪ জুন দুপুর একটার দিকে ফেনী-খাগড়াছড়ি সড়কের করেরহাট ইউনিয়নের গেড়ামারা (ফরেস্ট অফিস) নাহার এগ্রোর সামনে খাড়া পাহাড়ের মোড়ে ফেনী থেকে খাগড়াছড়িগামী পাথর বোঝাই ট্রাক (চট্টমেট্রো-ট-১১-০৯৬৬) ও বিপরীত দিক থেকে আসা ব্যাটারীচালিত অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গেড়ামারা (ফরেস্ট অফিস) বাঘাইয়া খোঁ এলাকার আনোয়ার হোসেনের পুত্র মোঃ রুবেল প্রকাশ বলি ২৮, ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম অলিনগর আমলীঘাট এলাকার নবী সওদাগর বাড়ির আবুল খায়েরের পুত্র মোঃ ইউসুফ (৩৫)। আহতরা হলেন গেড়ামারা ফরেস্ট অফিস এলাকার শহিদুল ইসলামের পুত্র নাজমুল ইসলাম (১৭) ও মৃত নিজাম উদ্দিনের পুত্র মোঃ রুবেল (২৬)।
নিহত রুবেল প্রকাশ বলি করেরহাট টু বারইয়ারহাট সিএনজি অটোরিকশা চালক সমিতির সদস্য ছিলেন।
নিহত অটোরিকশা চালক ইউসুফের ভাই ইসমাইল হোসেন জানান, দুপুর একটার দিকে সড়ক দুর্ঘটনায় আমার বড় ভাই ইউসুফের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি তবে জোরারগঞ্জ থানা পুলিশ লাশ নিয়ে যায়। পরবর্তীতে থানা পুলিশ আমার কাছে তার লাশ হস্তান্তর করে। বাদ মাগরিব তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমার ভাইয়ের ৭ বছর বয়সী একটা পুত্র সন্তান রয়েছে।
আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীম রয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, ট্রাকের চালক পলাতক আছে এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার বাদ আসর ফরেস্ট অফিস বড় কবরস্থানে রুবেল প্রকাশ বলি’র নামাজের জানাজা এবং বাদ মাগরিব পশ্চিম অলিনগর আমলীঘাট জামে মসজিদ প্রাঙ্গণে নিহত ইউসুফের জানাজা শেষে দাফন করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম