শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এক মারমা ছাত্রীর আত্মহত্যা
রাউজানে এক মারমা ছাত্রীর আত্মহত্যা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: স্কুল ছাত্রীর নিথর দেহের হাতে ইংরেজি অক্ষরে লেখা ছিল (e+v)। যে স্থান থেকে লাশ উদ্ধার করা হয়, সেখানকার দেওয়ালে একই লেখার পাশে লেখা ছিল তুমি ভালো থাকো বাই। শুধু তা নয় প্রিয় মানুষের নামের অক্ষর আর ভালোবাসার অনেক কথা লিখা ছিল হোস্টেলের বিভিন্ন দেওয়ালে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাউজানে একটি বৌদ্ধ অনাথালয় থেকে এনুছাই মারমা (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার দিন সন্ধ্যা ৬টায় রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অগ্রসর অনাথালয়ের আবসিক ভবনের ৪র্থ তলার একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমঘটিত কারণে আত্মহত্যার করতে পারে বলে ধারণা পুলিশ ও জনপ্রতিনিধিদের। ওই ছাত্রী রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের পশিম তাইতং পাড়ার হলাচুইসিং মারমার মেয়ে ও অগ্রসার অনাথালয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। একই অনাথালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ও এনুছাই মারমার বড়বোন লাচিংসাই মারমা বলেন, দুই তিন দিন আগে আমার কথা হয়েছিল। কেন এমন করেছে বুঝতে পারছি না। অগ্রসার অনাথালয়ের পরিচালক সৌমিতানান্দ থেরো জানান, গত ৭দিন আগে তত্ত্বাবধায়ক ছুটিতে যান। গত মঙ্গলবার সন্ধ্যার সময় প্রার্থনা করে আবাসিক হলের রুমে চলে যায় বলে তার সহপাঠীরা জানিয়েছে বলে দাবি তার। আজ দুপুরে ছাদে রাখা টপের গাছে পানি দিতে গিয়ে কলেজের এক কর্মচারী দুর্গন্ধ পেয়ে আমাদের জানালে আমরা গিয়ে দেখি অনাথালয়ের এক ছাত্রীর লাশ ঝুলছে। পরে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে থাকা রাউজান পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাবুল আজাদ বলেন, প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে মনে হচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, ‘ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।





মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত