বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত এক
কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত এক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো: ইসহাক নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে রাউজান উপজেলার বৌজ্জালী গেইটের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অসুস্থ বাবাকে ভর্তি করিয়ে তিনি বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে আনা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী বরাদ দিয়ে জানা যায়, যাত্রীবাহী গাড়ির সামনে কুকুর এসে পড়লে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলে ইসহাকসহ কয়েকজন গুরুত্ব আহত হয়। নিহত ইসহাক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়া গ্রামের মতিউর রহমানের পুত্র। ঘটনা বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন ঘটনার খবর শুনে আমার গিয়ে লাশ দেখতে পাইনি। এর আগে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আমরা দুর্ঘটনার স্থান থেকে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসি।





মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
ফেনী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি
রাউজানে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান