বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত এক
কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত এক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো: ইসহাক নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে রাউজান উপজেলার বৌজ্জালী গেইটের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অসুস্থ বাবাকে ভর্তি করিয়ে তিনি বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে আনা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী বরাদ দিয়ে জানা যায়, যাত্রীবাহী গাড়ির সামনে কুকুর এসে পড়লে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলে ইসহাকসহ কয়েকজন গুরুত্ব আহত হয়। নিহত ইসহাক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়া গ্রামের মতিউর রহমানের পুত্র। ঘটনা বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন ঘটনার খবর শুনে আমার গিয়ে লাশ দেখতে পাইনি। এর আগে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আমরা দুর্ঘটনার স্থান থেকে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসি।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন