বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত এক
কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত এক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো: ইসহাক নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে রাউজান উপজেলার বৌজ্জালী গেইটের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অসুস্থ বাবাকে ভর্তি করিয়ে তিনি বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে আনা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী বরাদ দিয়ে জানা যায়, যাত্রীবাহী গাড়ির সামনে কুকুর এসে পড়লে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলে ইসহাকসহ কয়েকজন গুরুত্ব আহত হয়। নিহত ইসহাক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়া গ্রামের মতিউর রহমানের পুত্র। ঘটনা বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন ঘটনার খবর শুনে আমার গিয়ে লাশ দেখতে পাইনি। এর আগে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আমরা দুর্ঘটনার স্থান থেকে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসি।





মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত