বুধবার ● ২১ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে মাদকবিরোধী ক্যাম্পিং
চুয়েটে মাদকবিরোধী ক্যাম্পিং
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইনফো বাংলার যৌথ উদোগে মাদকবিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. সুনীল ধর। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী, বিশেষ আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা ও রাউজান থানার অফিসার্স ইনচার্জ আবদুল্লাহ আল হারুন। এতে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন দৈনিক ইনফো বাংলার পরিচালনা সম্পাদক আলী আহমেদ শাহীন। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ছাত্র এস.এম. সানোয়ার হোসেন শিমুল। এ সময় মাঝে চুয়েটের ছাত্র কল্যাণ উপ-পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, দৈনিক ইনফো বাংলার ব্যবস্থাপনা সম্পাদক সজল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. ফেরদৌস জ্যাকি ও সহযোগী সম্পাদক দিদারুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চুয়েটের বিভিন্ন বিভাগের কয়েকশত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পরে মাদকবিরোধী স্মারক প্রদানের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন