মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি মামলায় আটক-৩
ঈশ্বরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি মামলায় আটক-৩
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার টিএন্ডটি রোডের শিক্ষক দম্পতি আবু রায়হান ও জাহানারা বেগমের বাসায় দুঃসাহসিক চুরি মামলায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ৩জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে। সোমবার ধৃত আসামিদের মধ্যে একজন চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
চুরি মামলায় আটককৃত আসামিরা হচ্ছে, উপজেলার কাকনহাটি গ্রামের জসিম উদ্দিনের পুত্র রবিন মিয়া (৩০), দত্তপাড়া গ্রামের মৃত মজনু মিয়া পুত্র অন্তর মিয়া (২০) ও মৃত ফিরুজ আলীর পুত্র পারভেজ আহমেদ সাগর (২২)।
শিক্ষক দম্পতির থানায় দেয়া এজহার সূত্রে জানা যায়, গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় স্বামী স্ত্রী দুজনই বাসায় তালা দিয়ে সন্ধ্যায় ময়মনসিংহ ছেলের বাসায় চলে যান। এসুযোগে সংঘবদ্ধ চোরের দল ১১জানুয়ারি সন্ধ্যা থেকে ১৩ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত যেকোন সময়ে বাসার তালা ভেঙ্গে প্রবেশ করে ওয়ারড্রপের ড্রয়ার এবং স্টিলের আলমিরার তালা ভেঙে নগদ একলক্ষ বিশ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ, ল্যাপটপ, মোবাইল, মূল্যবান কাগজপত্র সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
এবাপারে ১৪জানুয়ারি শিক্ষিকা জাহানারা বেগম বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই আমিনুল ইসলাম এক অভিযান চালিয়ে দত্তপাড়া এলাকা থেকে তিনজকে আটক করে আদালতে সোপর্দ করে।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, শিক্ষক দম্পতির অভিযোগের প্রেক্ষিতে দত্তপাড়া এলাকা থেকে ৫জনকে আটক করে থানায় আনা হয়। বিভিন্ন জিজ্ঞাসাবাদে দুইজন চুরির সাথে সম্পৃক্ত না থাকায় দুইজনকে ছেড়ে দেয়া হয়। অপর তিন জনকে সোমবার ৪৫৭/৩৮০ ধারায় আদালতে প্রেরণ করলে পারভেজ আহমেদ সাগর নামের আসামি ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে চুরির বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে ও চুরি যাওয়া মালামাল ফেরত দেয়ার কথাও জানিয়েছে। ধৃত আসামিদের দেয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনায় জড়িত অপর এক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।





মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ