মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি মেয়র মান্নান আবারও বরখাস্ত
গাজীপুর সিটি মেয়র মান্নান আবারও বরখাস্ত

গাজীপুর জেলা প্রতিনিধ :: (৬ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়েছে৷
১৯ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়৷
উপ-সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত বরখাস্ত আদেশে বলা হয়, এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি ফৌজদারি মামলায় গত ২ সেপ্টেম্বর গাজীপুরের আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন৷ এ জন্য ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতা বলে তাকে বরখাস্ত করা হয়েছে৷
এর আগে মান্নানকে ২০১৫ সালের ১৯ আগস্ট বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ৷ আদালতের রায়ে সেই বরখাস্ত আদেশ বাতিল হলে ১৭ এপ্রিল রবিবার মেয়র হিসেবে মান্নানের দায়িত্ব গ্রহণের কথা ছিল৷ কিন্তু এক বছরেরও বেশি সময় কারাবাসের পর সমপ্রতি মুক্তি পাওয়া মেয়র মান্নান ১৫ এপ্রিল আবার গ্রেফতার হন৷
গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান গ্রেফতার হন৷ গাড়ি পোড়ানোসহ ১০টি মামলা ছিল তার বিরুদ্ধে৷ উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি গত ২ মার্চ কারাগার থেকে মুক্তি পান৷
উল্লেখ্য, গত ১১ এপ্রিল সোমবার হাইকোর্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করা সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করেন৷ ১৩ এপ্রিল বুধবার আপিল বিভাগও হাইকোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ