শিরোনাম:
●   ঝালকাঠির সুগন্ধায় লঞ্চে আগুন : সেই রাতের স্মৃতি আজও কাঁদায় ●   এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার ●   পার্বতীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন ●   রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন ●   নবীগঞ্জে কৃষি জমি রক্ষায় অভিযান : অবৈধ মাটি কাটায় অর্থদন্ড ●   রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন ●   বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন ●   মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ●   ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ●   রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা ●   ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১ ●   রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান ●   দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা ●   রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার ●   নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন ●   বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন ●   শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী ●   দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে ●   ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ●   কাউখালীতে ফেরিওয়ালা নিখোঁজ ●   ঝালকাঠিতে সাবেক মেয়র রানা আটক ●   দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা ●   রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা ●   পার্বতীপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ●   রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার ●   আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ ●   কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পর্যটকের মৃত্যু ●   ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত ●   ৬ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বোরো ফলন কমাবে নেক ব্লাস্ট, কৃষকের মাথায় হাত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বোরো ফলন কমাবে নেক ব্লাস্ট, কৃষকের মাথায় হাত
বুধবার ● ২০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বোরো ফলন কমাবে নেক ব্লাস্ট, কৃষকের মাথায় হাত

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১০.০০মিঃ) এবার বোরো আবাদে গাজীপুরে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন ৷ নেক ব্লাস্ট রোগের কারণে কৃষকেরা এবার কাঙ্খিত উত্‍পাদন পাবেন না ৷ অনেকে রোপণ খরচ উঠাতে না পারার আশঙ্কায় ধান মাড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন ৷

পুরো গাজীপুর জেলার প্রত্যন্ত এলাকায় কৃষকদের সাথে কথা বলে এরকম তথ্য পাওয়া গেছে ৷

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফাউগান গ্রামের মোঃ আমান উল্লাহ ৷ তিনি এ বছর সাড়ে আট বিঘা জমি বর্গা নিয়ে ব্রি-২৮ ধানের চাষ করেছেন ৷ আমান উল্লাহ জানান, তিন সপ্তাহ আগে জমির ধান পাকতে শুরু করেছে ৷ ধান গাছের শীষের গোড়ার অংশ হলুদ হয়ে গেছে ৷ হলুদ অংশ ভেতরে ফাঁকা ৷ ধান পাকা রংয়ের কিন্তু ধানে চাল নেই ৷

আমান উল্লাহ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, স্থানীয় কৃষি বিভাগের লোকদের সাথে পরামর্শ করে ইউরিয়া ও কীটনাশক দিয়েছি ৷ কোনো লাভ হয়নি ৷ দিনে দিনে জমির সব ধান চিটা হয়ে যাচ্ছে ৷ চোখের সামনে এরকম অবস্থা দেখে সহ্য করতে পারছি না ৷

গত তিন বছর এ জাতের চাষ করেছি, এরকম ক্ষতি হয়নি ৷ বিঘা প্রতি কমপক্ষে ২০ মণ ধান পেয়েছি ৷ এবার এক মণ ধান পাব না ৷ অথচ বিঘা প্রতি খরচ হয়েছে ১২ হাজার টাকা ৷

তিনি আরও বলেন, কৃষি বিভাগের লোকজন ধান রোপণের আগে প্রশিক্ষণ দিয়েছেন ৷ তাদের কথামতো সরকারী প্রতিষ্ঠান (বিআইডিসি) থেকে বীজ সংগ্রহ করে বীজতলা তৈরী করেছি, চারা রোপণ করেছি ৷ তারপর এরকম অবস্থায় কীভাবে আর্থিক সঙ্কট কাটিয়ে উঠব ভেবে পাচ্ছিনা ৷ সন্তান সন্ততি নিয়ে কষ্টেসৃষ্টে সংসার চালাই ৷ আরেকজনের জমি বর্গা করেছি ৷ এখন কোথায় যাব, কী করব, কোনো পথ খুঁজে পাচ্ছি না ৷

একই গ্রামের আলফাজ উদ্দিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, তিনি চার বিঘা জমিতে ব্রি-২৮ ধানের জাত আবাদ করেছেন ৷ প্রতি বিঘায় খরচ হয়েছে ১২ হাজার টাকা ৷ অন্যান্য বছর প্রতি বিঘায় ২০ মণ ধান পাওয়া যেত ৷ এবার সব ধান পরিপক্ক হওয়ার আগেই পেকে গেছে ৷ কিন্তু ধানের চাল অপরিপক্ক ৷

একই গ্রামের মোঃ জালাল উদ্দিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, সাড়ে তিন বিঘা জমি চাষ করেছি ৷ শীষের গোড়া পঁচে যাওয়ায় ধান মাড়াইয়ের চিন্তা নেই ৷ গরু নেক ব্লাস্ট আক্রান্ত ধানের খড় খেতে চায় না ৷

শ্রীপুর পৌরসভার কাজীপাড়া আবাসিক এলাকার আলহাজ্ব কাজী গিয়াস উদ্দিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, এবার ৮৫ শতক জমিতে ব্রি-২৮ ধানের আবাদ করেছি ৷ ফলন পেয়েছি মাত্র চার মণ ৷ তার প্রতিবেশী আলাউদ্দিন বলেন, আড়াই বিঘা জমিতে ব্রি-২৮ করেছি, পাঁচ মণ পাই কিনা সন্দেহ রয়েছে ৷

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আব্দুল লতিফ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নেক ব্লাস্ট ধানের একটি ছত্রাকজনিত রোগ ৷ ধানের ফুল আসার পর শীষের গোড়ায় রোগটি পরিলক্ষিত হয় ৷ বোরো মৌসুমে হাইব্রিড জাতের মধ্যে এ রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায় ৷ এটি আবহাওয়ার ওপর বিশেষভাবে নির্ভরশীল ৷ দিনে গরম রাতে ঠান্ডা, গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া এ রোগের জন্য উপযোগী ৷

কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের গাজীপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, প্রশিক্ষণে কৃষকদের প্রয়োজনীয় সকল বিষয়ে জ্ঞান দেওয়া হয়েছে ৷ এবারের নেক ব্লাস্ট ছাড়ানোর জন্য পরিবেশটা উপযোগী ৷ এ বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হলেও তারা যথাসময়ে তা আমলে নেয়নি ৷ ধানের বাজারমূল্য কম থাকায় কৃষকেরা রোগ প্রতিরোধে ব্যবস্থা নিতে আগ্রহ হারিয়েছে ৷

তিনি জানান, ধানের থোর অবস্থায় তাপমাত্রা ১৮ সেন্টিমিটারের নিচে নেমে আসলে রোগের সৃষ্টি হবে ৷ একটানা কয়েক বছর একই জমিতে একই জাতের ধান আবাদ করলে এ রোগ দেখা দিতে পারে ৷ এ রোগের জীবাণু দ্রুত বাতাসের মাধ্যমে ছড়ায় ৷ ফলে কৃষকদেরকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন ৷ এজন্য বীজতলার তৈরীর আগে বীজ শোধন করতে হবে ৷

এ রোগে যা করতে হবে তা হল-ধানের শীষ বের হওয়ার পরই ছত্রাক নাশক ট্রুপার বিঘা প্রতি ৫৪ গ্রাম অথবা নেটিভো বিঘা প্রতি ৩৩ গ্রাম শেষ বিকেলে ৭-১০ দিন পর পর স্প্রে করতে হবে ৷ এ রোগের প্রথম অবস্থায় জমিতে পানি ধরে রাখতে পারলে এর ব্যাপকতা অনেকাংশে হ্রাস পায় ৷

কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মাসুদ রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, কৃষি বিভাগের মাঠ কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে ৷ নেক ব্লঅস্ট রোগ প্রতিরোধে কৃষকদের মধ্যে সতর্কবার্তা পৌঁছানো হয়েছে৷ আমরা ধানের এ রোগ মোকাবিলা করতে পারব ৷

তিনি জানান, গাজীপুর জেলায় ৫৯ হাজার ২৮৬ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে ৷ এর মধ্যে ৭৫ হেক্টর জমির ধান নেক ব্লাস্টে আক্রান্ত ৷ আবাদকৃত জমির মধ্যে ব্রি-২৮ ছাড়াও ব্রি-৫৮ এবং চায়না হীরা ধান রয়েছে ৷





আর্কাইভ