বুধবার ● ২০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
মাটিরাঙ্গায় মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১০মিঃ) পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় হোসনে আরা বেগম (২৫) ও মো: জাহেদুল ইসলাম (১) নামে মা ও শিশুর লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ ৷ একই রশিতে ফাঁসিরত অবস্থায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা ৪নং ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাত্ ঘরের ভিতর থেকে চিত্কারের শব্দ শুনে তার জা (দেবরের বউ) রাবেয়া আক্তার ঘরের দিকে ছুটে যায় ৷ এই সময় ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশিদের খবর দিলে তারা এসে দরজা ভেঙ্গে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায় ৷ এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী মো. ইয়াছিনসহ তার বাবা ও ভাই পলাতক রয়েছেন ৷ জানা গেছে, ৬ বছর আগে ইয়াছিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় বেলছড়ি ইউনিয়নের হোসনেয়ারা বেগমের ৷ বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ৷ এ নিয়ে একাধিক বার সালিশও হয়েছে ৷
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. সাহাদাত হেসেন টিটো বলেন, পারিবারিক কলহের জের ধরে নিজের ঘরের আড়ার (বুতুর) এর সাথে রশি দিয়ে প্রথমে এক বছরের শিশু ছেলেকে ও পরে একই রশিতে ফাঁসি দিয়ে হোসনে আরা বেগম আত্মহত্যা করে ৷ লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ৷ আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানান তিনি৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪