মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ায় বিদ্যুত সরবরাহ ভেঙ্গে পড়েছে : সেচ সংকটে বোরো ক্ষেত ফেটে চৌচির
ভাঙ্গুড়ায় বিদ্যুত সরবরাহ ভেঙ্গে পড়েছে : সেচ সংকটে বোরো ক্ষেত ফেটে চৌচির

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩০মিঃ) লোড শেডিং ও লো-ভোল্টেজের কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পল্লী বিদ্যুত সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে ৷ ফলে ইরি-বোরো প্রকল্পে মারাত্নক সেচ সংকট দেখা দিয়েছে ৷ বৈদ্যুতিক মটরগুলো বেশির ভাগ সময় বন্ধ থাকছে ৷ লো-ভোল্টেজে গত এক সপ্তাহে অসংখ্য মটর পুড়ে গেছে ৷ পানির অভাবে এলাকার ধান ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে ৷ মঙ্গলবার পল্লী বিদ্যুতের ভাঙ্গুড়া সাব-স্টেশন রোকনপুর সংলগ্ন পাথরঘাটা বোরো প্রকল্পে সেচ সংকটে কৃষক আক্কাছ আলীর চার বিঘা ধান ক্ষেত ফেটে চৌচির দেখা যায় ৷ উপজেলার খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের বোরো প্রকল্পের অবস্থা আরো করুণ বলে জানা গেছে ৷ এদিকে বিদ্যুতের ন্যূনতম সরবরাহ না থাকায় প্রচন্ড গরমে আবাসিক গ্রাহকরা চরম দুভোর্গের শিকার হয়েছেন ৷ পাবনা পল্লী বিদ্যুত সমিতি - ১ এর সভাপতি গোলাম কবির বলেন,চাহিদা রয়েছে ৪০ মেগাওয়াট কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১০ মেগাওয়াট ৷ পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক শাহ্ জুলফিকার হায়দার বলেন জাতীয় গ্রীড লাইন থেকে সরবরাহ আশংকাজনক ভাবে কমে যাওয়ায় সাময়িক সংকটে পড়তে হয়েছে ৷ তবে ৮/১০ দিনের মধ্যে এ অবস্থার অনেকটা উন্নতি হবে বলে তিনি আশা করেন।





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান