মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পাবনা » মারপিট ও চাঁদাবাজীর প্রতিবাদে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
মারপিট ও চাঁদাবাজীর প্রতিবাদে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

পাবনা প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৫মিঃ) সিরাজগঞ্জ জেলার উলস্নাপাড়া এবং শাহজাদপুরে পাবনার বাস শ্রমিকদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায়, মারপিট এবং বিভিন্ন ধরনের হয়রানীর প্রতিবাদে পাবনায় জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ৷ ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা থেকে এই পরিবহন ধর্মঘট শুরু হয়৷ তবে এর আগে পাবনার বাস মালিক-শ্রমিকরা অঘোষিতভাবে টানা ২ দিন ধরে পাবনা-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ রাখে ৷
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জীবন সরকার জানান, বেশ কিছুদিন ধরে উল্লাপাড়ার মালিক-শ্রমিক সমিতির নেতারা পাবনার বাস শ্রমিকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে আসছে ৷ চাঁদা না দিলে বাস শ্রমিকদের মারপিট ও নানাভাবে হয়রানী করে ৷ এ বিষয়ে সেখানকার স্থানীয় প্রশাসনসহ পরিবহন নেতৃবৃন্দের কাছে প্রতিবাদ জানালেও কোন প্রতিকার হয়নি ৷ কাজেই কোন উপায় না পেয়ে শ্রমিকদের মারপিট এবং চাদাবাজীসহ হয়রানীর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে ৷
সোমবার রাতে জেলা পরিবহণ মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের যৌথ সভা থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ রাত ৯টার দিকে সমিতির পক্ষ থেকে পাবনা শহরে মাইকিং করে বাস ধর্মঘটের বিষয় প্রচার করা হয় ৷ পাবনার পরিবহন নেতৃবৃন্দ জানান, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে ৷
এদিকে হঠাত্ করে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় দুরপাল্লার যাত্রিদের চরম দুভোগ প্রহাতে হচ্ছে ৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান